হাটহাজারীতে সেগুন কাঠসহ দুই ব্যক্তি আটক

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২২ জুন, ২০২৩ at ৯:৩৬ পূর্বাহ্ণ

হাটহাজারীতে র‌্যাব৭ হাটহাজারী ক্যাম্প (সিপিসি) এর সহযোগিতায় স্থানীয় বন বিভাগ সেগুন কাঠসহ ২ ব্যাক্তিকে আটক করেছে। গতকাল বুধবার বনবিভাগের আওতায়ধীন জঙ্গল চারিয়া এলাকায় ২০১২১৩ সনের উপকারভোগীদের বাগান থেকে অবৈধভাবে গাছ কাটার সময় আনুমানিক ৬০ ঘনফুট সেগুন কাঠসহ দুই ব্যাক্তিকে আটক করা হয়েছে, যার আনুমানিক মুল্য ২ লক্ষ টাকা।

আটককৃতরা হলেন মো. মুন্না (২৯) পিতা শাহ আলম ও মো. সাদ্দাম হোসেন (৩৩) পিতা আবদুল হাকিম চারিয়া ৩ নং মির্জাপুর, হাটহাজারী।

হাটহাজারী বন বিটের স্টেশন কর্মকর্তা রাজিব উদ্দীন ইব্রাহিম বলেন, আটককৃতদের বিরুদ্ধে বন সংরক্ষণ আইনে মামলার প্রস্তুতি চলছে। জব্দকৃত কাঠগুলো বন বিভাগের হাটহাজারীর ১১ মাইল এলাকার চেক স্টেশনে রাখা হয়েছে। এ সময় বন বিভাগের অফিস সহকারী আশুতোষ দাশ, এফজি মিলন চন্দ্র মন্ডল, জীবন চাকমাসহ র‌্যাব৭ সদস্যরা সহযোগিতা করেন।

পূর্ববর্তী নিবন্ধমাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সাংগঠনিক সংলাপ
পরবর্তী নিবন্ধকোয়ান্টাম ফাউন্ডেশন চট্টগ্রাম সেন্টারে ফল উৎসব