রাঙামাটিতে হারিয়ে যাওয়া ১৫টি মোবাইল ফোন উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি | বুধবার , ২১ জুন, ২০২৩ at ৫:৩৮ পূর্বাহ্ণ

রাঙামাটির বিভিন্ন স্থানে হারিয়ে যাওয়া ১৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল। এসব মোবাইল ফোন জিডি মূলে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।

উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো গতকাল মঙ্গলবার পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ শাহ ইমরান। মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে ভিকটিমরা তাদের হারিয়ে যাওয়া ফোন ফেরত পেয়ে রাঙামাটি জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল এ পর্যন্ত ১৫১টি হারানো মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৩০ লাখ ২০ হাজার টাকা।

পূর্ববর্তী নিবন্ধস্মার্ট বাংলাদেশের প্রথম স্মার্ট বাজেট
পরবর্তী নিবন্ধচবি গণিত বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা