চুয়েটে মাদকবিরোধী গণসচেতনতামূলক ক্যাম্প

| বুধবার , ২১ জুন, ২০২৩ at ৫:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদকবিরোধী গণসচেতনতামূলক ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ও উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. সুনীল ধর। ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের পরিচালক মো. মজিবুর রহমান পাটওয়ারী, বিশেষ আলোচক ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম জেলার উপপরিচালক মুকুল জ্যোতি চাকমা ও রাউজান থানার অফিসার্স ইনচার্জ আবদুল্লাহ আল হারুন।

এতে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন আলী আহমেদ শাহীন। শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন পুরকৌশল বিভাগের ছাত্র এস.এম. সানোয়ার হোসেন শিমুল। এ সময় অন্যান্যদের মাঝে চুয়েটের ছাত্রকল্যাণ উপপরিচালক ড. মো. সাইফুল ইসলাম, সজল চৌধুরী, মো. ফেরদৌস জ্যাকি ও দিদারুল আলম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চুয়েটের বিভিন্ন বিভাগের কয়েকশত ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। পরে মাদকবিরোধী স্মারক প্রদানের পাশাপাশি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআদালতের পশ্চিম দিকে চলাচলের সিড়ি পুনরায় চালুর দাবি
পরবর্তী নিবন্ধজুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ আটক ৫