চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, চট্টগ্রাম সম্প্রীতির নজির গড়েছে। রথযাত্রা উৎসবে সবাই অংশগ্রহণ করছে। তুলসীধামের রথযাত্রা অনেক প্রাচীন। বর্তমানে এই রথযাত্রা কেন্দ্রীয় রথযাত্রায় রূপ নিয়েছে।
কেন্দ্রীয় রথযাত্রা উৎসব উদ্যাপন কমিটির উদ্যোগে গতকাল বিকাল ৪টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তুলসীধামের মোহন্ত দেবদীপ পুরী মহারাজের পৌরোহিত্যে নন্দনকানন রথের পুকুর পাড়ে কেন্দ্রীয় রথযাত্রা উৎসব উদ্বোধন করেন সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়। তিনি বলেন, অভীষ্ট লক্ষ্যের পথ অতি দুর্গম। এজন্য উপযুক্ত ‘যান’ প্রয়োজন। ‘রথ’ পথযাত্রার একটি প্রকৃষ্ট যান। এ রথের সুযোগ্য চালক বা সারথি প্রয়োজন, তার সঙ্গে প্রয়োজন শক্তিশালী তথা বিশ্বস্ত অশ্ব ও সুদৃঢ় লাগাম।
কেন্দ্রীয় রথযাত্রা উৎসব উদ্যাপন কমিটির সভাপতি রঞ্জন প্রসাদ দাশগুপ্তের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন তুলসীধাম পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক স্থপতি প্রণত মিত্র চৌধুরী।
অতিথির বক্তব্য দেন ভারতীয় সহকারী হাই–কমিশনের ফার্স্ট সেক্রেটারি মানিশ সিং, কাউন্সিলর জহরলাল হাজারী, শৈবাল দাশ সুমন, পুলক খাস্তগীর, জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন তালুকদার, চট্টগ্রাম মহানগর পূজা পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, মিথুন মল্লিক, সাবেক কাউন্সিলর বিজয় কিষাণ চৌধুরী, সমাজসেবক লিটন ধর, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক প্রণব সাহা, চট্টগ্রাম ইসকনের যুগ্ম সম্পাদক মুকুন্দ ভক্তি দাস ব্রহ্মচারী, যোগেশ্বর চৌধুরী। অনুপম দেবনাথ পাভেলের সঞ্চালনায় আরও বক্তব্য দেন অধ্যাপক প্রণব মিত্র চৌধুরী, অধ্যাপক স্বপন চৌধুরী, উৎসব কমিটির কর্মকর্তা শ্যামদাশ ধর, বিধান ধর, ডা. মনোজ চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।