আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় নগরীর পশ্চিম ষোলশহরস্থ আলমগীর খানকাহ্–এ–কাদেরিয়া সৈয়্যদিয়ায় গতকাল মঙ্গলবার খাজা আবদুর রহমান চৌহর্ভী (রহঃ)’র ১০২ তম ওফাত দিবস উপলক্ষে আলোচনা মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, হযরত খাজা আবদুর রহমান চৌহরভী (রা.) ছিলেন, একজন বহু উঁচু স্তরের আধ্যাত্মিক সাধক, একজন শ্রেষ্ঠ আশেকে রসূল ও সফল সমাজ সংস্কারক, সমসাময়িক সমস্ত বাতুলতাকে নিশ্চিহ্ন করে হযরত রাসূলে পাক (দঃ)’র পক্ষে ও মতে সমাজকে তিনি যেমন পরিচালিত করেছিলেন তেমনি তরিক্বতের আধ্যাত্মিক প্রভাবে তিনি মানুষকে করতেন পরিশুদ্ধ ও পরিশীলিত। প্রচলিত শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞানার্জন না করেও খোদা–প্রদত্ত জ্ঞানে খাজা চৌহরভী ছিলেন আল্লাহ প্রদত্ত নুরানী জ্ঞানে ভাস্বর ও বেলায়তে নক্ষত্র। সালানা ওরস মোবারক মাহফিলে বক্তব্য দেন–আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন, সেক্রেটারী জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ জসিম উদ্দিন আল–আজাহারী, উপাধ্যক্ষ ড. লিয়াকত আলী, হাফেজ মুহাম্মদ আশরাফুজ্জামান আল–কাদেরী, মুহাম্মদ আলাউদ্দিন প্রমুখ। এতে অংশ নেন, আনজুমান ট্রাস্টের এডিশনাল জেনারেল সেক্রেটারী মোহাম্মদ সামশুদ্দিন, অ্যাসিস্টেন্ট জেনারেল সেক্রেটারী এস এম গিয়াস উদ্দিন শাকের, ফাইন্য্যন্স সেক্রেটারী মোহাম্মদ এনামুল হক বাচ্চু, অর্গানাইজিং সেক্রেটারী মুহাম্মদ মাহবুবুল আলম, কেন্দ্রীয় গাউসিয়া কমিটির মহাসচিব মুহাম্মদ সাহাজাদ ইবনে দিদার, মোহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী, মোহাম্মদ নুরুল আমিন প্রমুখ। বাদ যোহর বাংলাদেশসহ মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া ও মুনাজাত করেন হাফেজ মুহাম্মদ সোলাইমান আনসারী। প্রেস বিজ্ঞপ্তি।