চট্টগ্রামে বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। রথের দড়ি টানতে রাস্তার দুপাশে দুপুরের পর থেকে অবস্থান নেয় সনাতন ধর্মাবলম্বী হাজার হাজার নারী–পুরুষ। রথযাত্রা সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশের অবস্থান ছিল চোখে পড়ার মতো। এদিকে রথযাত্রা উৎসব ঘিরে সকাল থেকে বিভিন্ন মন্দিরে ছিল নানা আয়োজন।
গতকাল মঙ্গলবার সকাল থেকে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে প্রবর্তক ইসকন মন্দিরে এবং নন্দনকানন শ্রীশ্রী রাধামাধব মন্দির ও গৌর নিতাই আশ্রম সম্মুখে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) চট্টগ্রামের বিভাগীয় আয়োজনে শ্রীশ্রী জগন্নাথদেবের কেন্দ্রীয় রথযাত্রা মহোৎসব নগরের ডিসি হিলে অনুষ্ঠিত হয়। সেখান থেকে রথ নিয়ে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। এছাড়াও নন্দনকানন রথের পুকুর পাড় থেকে তুলসীধামের উদ্যোগেও রথযাত্রার মহাশোভাযাত্রা বের করা হয়।
রথযাত্রার মঙ্গল শোভাযাত্রায় নগরীর ও জেলার বিভিন্ন মাঠ–মন্দির ও সংগঠনের লাখো ভক্তের সমাগম ঘটে। ব্যানার, প্লেকার্ড, ফেস্টুন, পৌরাণিক নানা সাজ ও বাদযন্ত্র নিয়ে অংশ নেয়। রথযাত্রায় অংশ নিতে দূর–দূরান্ত থেকে ছুটে আসেন বিভিন্ন বয়সের নারী–পুরুষ। ছোটদেরও আগ্রহের কমতি ছিল না।
প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের উদ্যোগে গতকাল ২০ জুন (মঙ্গলবার) থেকে ২৮ জুন (বুধবার) পর্যন্ত ৯ দিনব্যাপী বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পরে বিকেল সাড়ে ৪টার দিকে প্রবর্তক মোড় থেকে রথ পরিক্রমা শুরুহয়ে চট্টেশ্বরী মোড়–কাজির দেউড়ি–জামালখান–চেরাগী পাহাড়–আন্দকিল্লা–বঙিরহাট বিট–লালদীঘির পাড়–কোতোয়ালী–নিউমার্কেট–রাইফেল ক্লাব–কেন্দ্রীয় শহীদ মিনার–সিনেমা প্যালেস–হাজারী গলি গিয়ে শেষ হয়।
নন্দনকানন শ্রীশ্রী রাধামাধব মন্দিরের উদ্যোগে রথযাত্রা গতকাল দুপুর ৩টায় মহাশোভাযাত্রা ডিসি হিল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে চেরাগী পাহাড়–আন্দরকিল্লা–লালদীঘির পাড়–কোতোয়ালী–নিউমার্কেট–বোস ব্রাদার্স মোড় হয়ে নন্দনকানন রাধামাধব মন্দিরে এসে শেষ হয়।
এরপর আগামী ২৮ জুন (বুধবার) উল্টো রথযাত্রা ডিসি হিল থেকে শুরু হয়ে উল্টো পথে নন্দনকানন শ্রীশ্রী রাধামাধব মন্দিরে এসে শেষ হবে।
অনুষ্ঠানমালায় ভক্তদের আর্শীবাদ করেন শ্রীশ্রী রাধামাধ মন্দির ও শ্রীশ্রী গৌর নিতাই আশ্রমের অধ্যক্ষ পন্ডিত গদাধর দাস ব্রহ্মচারী।












