পুলিশের কাছে পুলিশ পরিচয় দিয়ে যুবক আটক

আজাদী প্রতিবেদন | বুধবার , ২১ জুন, ২০২৩ at ৪:৪২ পূর্বাহ্ণ

ট্রাফিক পুলিশ কাগজপত্র চেক করার সময় নিজেকে পুলিশ সদস্য পরিচয় দেন এক মোটরসইকেল চালক। এ সময় আইডি কার্ড দেখাতে বললে দেখাতে পারেনি রুবেল নামে ওই চালক। পরে তাকে আটক করা হয়। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে নগরের লালখান বাজার মোড়ে এ ঘটনা ঘটে। ট্রাফিক সার্জেন্ট সুখেন জানান, মোটরসাইকেলসহ রুবেল নামে একজনকে আটক করা হয়। রুবেলকে মোটরসাইকেল থামাতে বললে তিনি পুলিশ পরিচয় দেন এবং ইপিজেড ফাঁড়িতে কর্মরত বলে জানান। তবে তিনি কোনো আইডি কার্ড বা ছবি দেখাতে পারেননি। গাড়ির কোনো কাগজ পত্রও দেখাতে পারেননি।

পূর্ববর্তী নিবন্ধকাস্টমস ট্রেডিং একাডেমির সাবেক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের দুই মামলা
পরবর্তী নিবন্ধশিকারীর অস্ত্রের আঘাতে শিকারীর মৃত্যু