এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত নারী ইমার্জিং এশিয়া কাপের আটটি ম্যাচ ভেসে গিয়েছে বৃষ্টিতে। বিরূপ এই আবহাওয়ার কারণে মাঠে গড়াতে পারেনি সেমিফাইনালও। গতকাল দুইটি সেমিফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশ–পাকিস্তান এবং ভারত–শ্রীলঙ্কার। হংকংয়ে অনুষ্ঠিত টুর্নামেন্টটিতে বৃষ্টি বাধা চলছেই। তাইতো রিজার্ভ ডে’তে গড়াল সেমিফাইনাল দুইটি। আজ মঙ্গলবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ এবং পাকিস্তান। আর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত এবং শ্রীলঙ্কা। ৯৭ রানের বড় ব্যবধানে মালয়েশিয়াকে হারিয়ে এবারের আসর শুরু করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিন্তু গ্রুপ পর্বের পরের দুই ম্যাচে শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বৃষ্টির কারণে মাঠে নামাতে পারেনি তারা। ফলে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশের মেয়েরা। অপরদিকে ‘এ’ গ্রুপ থেকে ভারত ও পাকিস্তান জায়গা করে নেয় শেষ চারে। দুই দলেরই দুটি করে ম্যাচ পরিত্যক্ত হয়। দু’দলই জিতেছে একটি করে ম্যাচ। ফলে দু’দলেরই সমান ৪ পয়েন্ট হলেও রান রেটে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন ভারত। আর রানার্স আপ পাকিস্তান। আর সে সুবাধে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে পাকিস্তানের সামনে পড়েছে বাংলাদেশ। আগামীকাল বুধবার মাঠে গড়ানোর কথা রয়েছে মেয়েদের এই ইমার্জিং এশিয়া কাপ টুর্নামেন্টের ফাইনাল। তবে বৃষ্টির কারনে কতটা সফল হতে পারবে সেটা সময়ই বলে দেবে। কারন টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচই চলে গেছে বৃষ্টির পেটে।