পটিয়া ইসলামী ফ্রন্টের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। পৌরসদরের কর্ণফুলী কমিউনিটি সেন্টারে গত শনিবার উপজেলা ইসলামী ফ্রন্টের উদ্যোগে আয়োজিত সমাবেশ উপজেলা ইসলামী ফ্রন্ট পূর্ব শাখার সভাপতি এয়ার মুহাম্মদ পেয়ারুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মৌলানা ইউসুফ জিলানী ও অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব সউম আবদুস সমদ।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য এড. আবু নাছের তালুকদার, বিশেষ বক্তা ছিলেন দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা ফেরদৌসুল আলম খাঁন আল কাদেরী, কেন্দ্রীয় সহ দপ্তর সচিব ইঞ্জিনিয়ার মু. নুর হোসেন, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী হোসাইন, মু. জামাল উদ্দিন রব্বানী, আবদুল্লাহ আল জাবের প্রমুখ। পরে এক শোভাযাত্রা পটিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। সমাবেশে নেতৃবৃন্দ কার্যকর স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন প্রতিষ্ঠা, সাবেক মহকুমা (পটিয়া) কে জেলা ঘোষণা ও বাস্তবায়ন, দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গীবাদমুক্ত সমাজ প্রতিষ্ঠা, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ করে সহনীয় রাখা, পটিয়া সংসদীয় এলাকায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবি জানান।