চাকরি দেয়ার প্রলোভনে অর্থ আত্মসাৎ

৯টি প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২০ জুন, ২০২৩ at ৫:৪৬ পূর্বাহ্ণ

সরকারিবেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেয়ার নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে প্রতারণার নয়টি মামলার পলাতক আসামি ইয়াসমিনা হককে গ্রেপ্তার করেছে নগরীর বায়েজিদ বোস্তামী থানা পুলিশ। গত রোববার রাতে ঢাকার শাহজাহানপুর থানা এলাকা থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইয়াসমিনা হক (৪৫) নগরীর বায়েজিদ লিংক রোড এলাকার জান্নাতুল হকের মেয়ে। পুলিশ জানায়, উক্ত ইয়াসমিনা হক বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সরকারি চাকরি/বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি বা বিভিন্ন অনৈতিক সুবিধা দেওয়ার কথা বলে বিভিন্ন অংকের টাকা গ্রহণ করে, সেগুলোর বিপরীতে চেক প্রদান করে এবং পরবর্তীতে তিনি প্রতারণার উদ্দেশ্যে আত্মগোপন করে। ভুক্তভোগীরা মামলা দায়ের করলে আদালত আসামি ইয়াসমিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ইতিপূর্বে উক্ত ইয়াসমিনা হক নগরীর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে সহকারী শিক্ষক হিসাবে কর্মরত থাকাকালীন বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তার সাথে পরিচয়কে কাজে লাগিয়ে সাধারণ মানুষকে চাকরির প্রলোভন দেখিয়ে তাদের নিকট থেকে বিভিন্ন অংকের টাকা হাতিয়ে নেয়। স্কুল কর্তৃপক্ষ এই বিষয়টি জানতে পেরে তাকে চাকরি থেকে বরখাস্ত করে। বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস জাহান বলেন, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন অংকের অর্থ গ্রহণ করেন ইয়াসমিন। সেগুলোর বিপরীতে চেক প্রদান করে পরবর্তীতে তিনি প্রতারণার উদ্দেশ্যে আত্মগোপন করেন। ভুক্তভোগীরা আদালতে মামলা দায়ের করলে ইয়াসমিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। নয়টি মামলার পলাতক আসামি ইয়াসমিন হককে তথ্য প্রযুক্তির সহায়তায় গত রোববার রাতে ঢাকার শাহজাহানপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সোমবার আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধযেভাবে নারীদের গলার চেইন ছিনতাই করে তারা
পরবর্তী নিবন্ধআজ সাংবাদিক হাবিবুর রহমান খানের ৩৮তম মৃত্যুবার্ষিকী