লোহাগাড়া চুনতিতে পর্যটন শিল্পের অপার সম্ভাবনা

ছাইফুল হুদা ছিদ্দিকী | মঙ্গলবার , ২০ জুন, ২০২৩ at ৫:৩৬ পূর্বাহ্ণ

দক্ষিণ চট্টগ্রামের অনন্য প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত উপজেলা লোহাগাড়া। জীব বৈচিত্র্য সমৃদ্ধ বনাঞ্চল তথা চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য নিয়ে ইউনিয়ন চুনতি। যার অবস্থান চট্টগ্রামকক্সবাজার মহা সড়ক ঘেঁষে।

চুনতি, সাতগড়, নারিশ্চা, ফারাঙ্গা, চান্দা ও পানত্রিশা গ্রাম নিয়ে চুনতি ইউনিয়ন লোহাগাড়া উপজেলার আওতাধীন ৮নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম লোহাগাড়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯২ নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম১৫ এর অংশ। ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে চাম্বী খাল, চান্দা খাল, সোনাছডড়ি খাল, ফারাঙ্গা ছড়া, সাতগড় ছড়া, হাইছবিলা খাল, মছকানিয়ার ছড়া, রাতার ছড়া, হাতিয়ার খাল, পাগলীর খাল, বুড়ির ছড়া, পেকুয়ার ছড়া এবং নারাঙ্গার ছড়া। চুনতির চাম্বি লেক সম্ভাবনাময় একটি পর্যটনকেন্দ্র। চুনতি ইউনিয়নের পানত্রিশা গ্রামের জয়নগরে চাম্বি খালে বাঁধ দিয়ে নির্মিত এই রাবার ড্যাম। শুধু পর্যটন নয়, আশেপাশের চাষাবাদে পানির যোগান দিচ্ছে এই রাবার ড্যাম। জাতিসংঘ ইকুয়েডর পুরস্কার প্রাপ্ত বিশ্বখ্যাত চুনতি অভয়ারণ্য এলাকায় বনপুকুর, প্রাকৃতিক মা গর্জন গাছ ও বিশাল বনাঞ্চল, এশিয়া বন্যহাতির অবাধে বিচরণ ও প্রজনন, গয়ালমারা প্রাকৃতিক হ্রদ, বনপুকুর পায়ে হাঁটা বনপথ তথা ফুটট্টেইল, জাঙ্গালীয়া বনপথ। পর্যটন টাওয়ার, গোলঘর, স্টুডেন্ট ডরমিটরী, নেচার কনজারভেশন সেন্টার ইত্যাদি বিদ্যমান। দোহাজারি থেকে কঙবাজার এর রেল পথের কাজ চলছে। রেলপথ এর দুধারে সবুজ বনাঞ্চল সংরক্ষণ করে ইকোকর্টেজসহ নানান ধরনের পর্যটন শিল্পের অপার সম্ভাবনার সুযোগ রয়েছে। সমুদ্র সৈকত কক্সবাজার যাওয়ার পথে পর্যটকগণ সবুজের সমাহার সুবিস্তৃত প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত পরিবেশে উপভোগ করতে পারবেন। পর্যটনসৌহার্দ্য ও সম্প্রীতির সেতুবন্ধন, লাল সবুজের প্রিয় বাংলাদেশ প্রাকৃতিক সম্পদের লীলাভূমি পর্যটন শিল্পের এক অপার সম্ভাবনার দেশ। পাহাড় ঘেরা চুনতি সহ বাংলাদেশের প্রতিটি গ্রামে পর্যটন শিল্পের অপার সম্ভাবনা ও সুযোগ রয়েছে। এটাকে বাস্তবে কাজে লাগিয়ে বেকার যুবকদের কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জন করার পথ উন্মোচিত হবে।

পূর্ববর্তী নিবন্ধতোমাকে তখনই বুঝি
পরবর্তী নিবন্ধপরিবারে সম্মানিত ব্যক্তি কে