এপিকে মৌসুমী ফল উৎসব

| সোমবার , ১৯ জুন, ২০২৩ at ৯:৩৩ অপরাহ্ণ

বিকেল থেকে দর্শনার্থীদের সমাগম বাড়তে থাকে। চলছে এপিক প্রপার্টিজের একক আবাসন মেলা ‘এপিক সানি ফিয়েস্তা’র ৯ম দিন। আর এই দিনেই মেলায় আগত দর্শনার্থীদের জন্য ছিল এক বিশেষ আয়োজন। মেলা প্রাঙ্গণেই চলছিল বাহারি মৌসুমী ফলের উৎসব ‘এপিক ফ্রুট ফেস্ট ২০২৩’।

গত ১৬ জুন শুক্রবার নগরীর লালখানবাজারস্থ এপিক এস.এ. সিদ্দিকী এক পার্কে আনন্দমুখর পরিবেশে আয়োজিত হয় এই উৎসব। এতে অংশ নেয় মেলায় আগত দর্শনার্থী ও আমন্ত্রিত অতিথিগণ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এপিক প্রপার্টিজের পরিচালক প্রকৌশলী মো. আনোয়ার হোসেন।

তিনি বলেন, “মৌসুমের এই সময়টাতে বাহারি সব ফলের সমাহার ঘটে। আর ফল খেলে বল বাড়ে। আমরা সব সময় আমাদের গ্রাহকদের কথা মাথায় রেখে ভিন্নধর্মী সব আয়োজন করে থাকি। এপিক ফ্রুট ফেস্ট তারই একটি অংশ এবং এর ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

দশটিরও বেশি দেশীয় ফল আর ফলের জুসের বাহারি সমাহার নিয়ে দিনব্যাপী এই আয়োজনে আগত অতিথি ও দর্শনার্থীদের শুভেচ্ছা জানান এপিক প্রপার্টিজের হেড অব ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন মো. সালাহউদ্দিন। এই সময় আরও উপস্থিত ছিলেন কোম্পানির হেড অব সেলস কাজী আব্দুল হামিদ সহ অন্যান্য কর্মকতাগণ।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে নিষিদ্ধ সময়ে মাছ ধরায় ২ লাখ টাকার মাছ জব্দ
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় খাল থেকে মাটি কাটায় লাখ টাকা জরিমানা