আগের দিন আফগানিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের আনন্দের সাথে ঘোষণা করা হয়েছিল দলটির বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশের ওয়ানডে দল। তার একদিন পরই ঘোষণা করা হলো একই দলের বিপক্ষে সিরিজের জণ্য টি–টোয়েন্টি দল। দুটি দলেই ফিরেছেন আফিফ হোসেন। আর টি–টোয়েন্টি দলের নেতৃত্বে থাকছেন যথারীতি সাকিব আল হাসান। ইংল্যান্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের আগের দিন ইনজুরিতে পড়েছিলেন সাকিব। যার ফলে ঘরের মাঠে আফগানদের বিপক্ষে টেস্ট ম্যাচে খেলতে পারেননি। তবে ওয়ানডে দলে ফিরেছেন সাকিব। আর গতকাল ঘোষিত টি–টোয়েন্টি দলে অধিনায়কই থাকছেন সাকিব। চলতি বছর টি–টোয়েন্টি ক্রিকেটটা বেশ ভালই খেলছে বাংলাদেশ। ইংল্যান্ডের পর আয়ারল্যান্ডকেও এই ফরম্যাটে হারিয়েছে টাইগাররা। এবার আফগানিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। দুই ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের জন্য সাকিব আল হাসানের নেতৃত্বে স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিকরা। এই সিরিজের দলে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব ও পেসার এবাদত হোসেন। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে দলে থাকা উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি অনিকের জায়গা হয়নি এবার। এর বাইরে আর তেমন বদল আসেনি দলে। এবাদত টেস্ট ম্যাচে দারুণ বোলিং করেছেন। আর তারই পুরস্কার পেলেন এই পেসার। অপরদিকে আফিফ হোসেন এবারের ঢাকা প্রিমিয়ার লিগে বেশ ভাল খেলেছে। তার দল আবাহনীকে চ্যাম্পিয়ন করেছেন। সে সুবাদে ওয়ানডে এবং টি–টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন আফিফ। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে রেকর্ড রানের ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। ফলে বেশ উজ্জীবিত হয়ে খেলবে ওয়ানডে এবং টি–টোয়েন্টি সিরিজে। ঈদের পর আগামী ৫ জুলাই থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ ৮ ও ১১ জুলাই। আগের দিন টেস্ট ম্যাচে হেরে আজ আরব আমিরাতে চলে যাবে আফগানরা। সেখানে ওয়ানডে সিরিজের প্রস্তুতি সারবে রশিদ খানরা। এরপর ঈদের পরেই আবার বাংলাদেশ আসবে আফগানিস্তান দল। চট্টগ্রামে ওয়ানডে সিরিজ খেলার পর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৪ ও ১৬ জুলাই দুটি টি–টোয়েন্টি ম্যাচ খেলবে দু দল। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি–টোয়েন্টি দল ঃ সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, আফিফ হোসেন।