তৃতীয় বিভাগে নেমে গেল মুক্তকণ্ঠ

দ্বিতীয় বিভাগ ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ১৯ জুন, ২০২৩ at ৬:০৮ পূর্বাহ্ণ

সিজেকেএস দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের রেলিগেশন পর্বে গতকাল রোববার এলিট পেইন্ট ২ উইকেটে মাদারবাড়ি মুক্তকণ্ঠকে হারিয়েছে। এ জয়ে এলিট পেইন্ট ১৩ পয়েন্ট অর্জন করে রেলিগেশন শংকা এড়িয়েছে। তাদের আরো একটি খেলা বাকি লিটল ব্রাদার্সের সাথে। অন্যদিকে মুক্তকণ্ঠ মাত্র ৪ পেয়েন্ট পেয়েছে। যদিও তাদের একটি খেলা বাকি আছে তবে নিশ্চিতভাবেই দলটিকে তৃতীয় বিভাগে নেমে যেতে হবে। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় টসে জিতে এলিট পেইন্ট আগে ব্যাট করতে পাঠায় মাদারবাড়ি মুক্তকণ্ঠকে। নির্ধারিত ৫০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে তারা ১২৩ রান সংগ্রহ করে। কিন্তু এ রান যথেষ্ট ছিল না এলিট পেইন্টের জন্য। তারা ৩৮ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ১২৫ রান তুলে নেয়। খুব দ্রুত ২টি উইকেট হারিয়ে ফেললেও ওপেনার সানি দাস এলিট পেইন্টের জয়ে দারুন ভূমিকা রাখেন। ১১২ বল খেলে ৮১ রানে অপরাজিত থাকেন সানি। ৭টি চার এবং ২টি ছক্কা মারেন তিনি। অন্যদের মধ্যে কেবল তানজিব আলম মারুফেই দ্বিঅংকের ঘরে পৌঁছেন ১৭ রান করে। অতিরিক্ত থেকে আসে ১২ রান। মুক্তকণ্ঠের পক্ষে ২টি করে উইকেট নেন আবদুল আলম মামুন, মো. সাইদ আকিব এবং সাজ্জাদ হোসেন। এর আগে মুক্তকন্ঠের পক্ষে তাসরিপ উল ইসলাম ২৯,ফয়সল রিজভী অপরাজিত ২২,আবদুল আলম মামুন ১৩ এবং মো. আবদুল্লাহ ১১ রান করেন। অতিরিক্ত থেকে আসে ২৪। এলিট পেইন্টের পক্ষে ২টি করে উইকেট নেন রাশেদুল হক এবং রেজাউল করিম।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধএই জয়টাকে বিশেষ কিছু মনে করছেন হাথুরু