ডা. আফছারুল আমীনের সৎকর্ম অনুসরণ করলেই নতুন প্রজন্ম লাভবান হবে

স্মরণ সভায় এমপি ওয়াসিকা

| সোমবার , ১৯ জুন, ২০২৩ at ৫:৫৩ পূর্বাহ্ণ

দক্ষিণ কাট্টলী ডা. ফজলুলহাজেরা ডিগ্রী কলেজের উদ্যোগে প্রতিষ্ঠাতা ডা. মো. আফছারুল আমীন এমপির মৃত্যুতে এক স্মরণ সভা কলেজের অধ্যক্ষ স্বপন কুমার নাথের সভাপতিত্বে গতকাল রোববার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান এমপি। বিশেষ অতিথি ছিলেন কলেজ গভর্ণিং বডির সাবেক সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ শাহ আলম, চট্টগ্রাম সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) প্রফেসর মোহাম্মদ আলমগীর চৌধুরী, মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্টের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান, ওয়ার্ড কাউন্সিলর মো. নুরুল আমীন, কলেজ গভর্ণিং বডির সাবেক সদস্য এস.এম. জাহিদ চৌধুরী। আলোচনায় অংশ নেন ডা. মাহিদ বিন আমীন। পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন কলেজ গভর্ণিং বডির সভাপতি ডা. মো. আরিফুল আমীন। স্বাগত বক্তব্য রাখেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তাহমিনা বেগম। ডা. আফছারুল আমীনের জীবনী পাঠ করেন একাদশ শ্রেণির ছাত্রী ইসরাত জাহান মীম। শুরুতে মরহুম ডা. মো. আফছারুল আমীনের কর্মময় জীবনের উপর তথ্যচিত্র ‘স্মরণের আবরণে’ প্রদর্শিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মনোজ কুমার দেব ও প্রভাষক সহীদুল্লাহ। প্রধান অতিথি বলেন, ডা. আফছারুল আমীনের সৎকর্ম অনুসরণ করলেই নতুন প্রজন্ম লাভবান হবে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবদুল আলীম।

সামশুন নাহার হারুন পলিটেকনিক ইনস্টিটিউট : ডা. আফসারুল আমিনের মানবসেবার চেতনা অনুসরণের মাধ্যমে শিক্ষার্থীরা চট্টগ্রামের অবহেলিত মানুষদের উন্নয়নে ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন সামশুন নাহার হারুন পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক সাবিহা তাসনিম তানিম। গতকাল রোববার ইনস্টিটিউটের উদ্যোগে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ব্যক্তি জীবনে ডা. আফসারুল আমীন একজন মানবিক এবং সৎ চিকিৎসক ছিলেন। পাশাপাশি কারিগরি শিক্ষার উন্নয়নে কাজ করার লক্ষ্যে তিনি অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চসিক মেয়র রেজাউল করিম চৌধুরীর সমন্বয়ে সামশুন নাহার হারুন পলিটেকনিক ইনস্টিটিউট এবং সামরুন নাহার হারুন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য অসামান্য অবদান রাখেন এবং আমৃত্যু প্রতিষ্ঠান দুটির প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেন। সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নাজমুল হুদা। অটোমোবাইল বিভাগের শিক্ষক জেমস দাশ গুপ্তের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সমন্বয়কারী কর্মকর্তা মিঠুন দাশসহ শিক্ষকশিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউত্তর জেলা আ. লীগের উপদেষ্টা হলেন এম. নাসিরুল হক
পরবর্তী নিবন্ধনগরে ছুরিসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার