নগরীর ফয়’স লেক দারুল হুদা দরবারে হযরত মাওলানা নুরুল হুদা আল কাদেরীর (র.) ৪৪তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল গত শুক্রবার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দরবারের পীরজাদা বেলায়েত হোসেন আল কাদেরী। বিশেষ অতিথি ছিলেন দারুল হুদা ট্রাস্ট বাংলাদেশের চেয়ারম্যান শাহ জাকির হোসাইন ও সেক্রেটারি শাহ আবদুল্লাহ আল বাকি।
এতে প্রধান বক্তা ছিলেন আল নুর ইসলামিক একাডেমি লন্ডনের পরিচালক শায়েখ সাইফুল আজম বাবর। বিশেষ বক্তা ছিলেন আল্লামা সাইয়েদ হাসান আল আজহারী, আল্লামা শায়েখ সাইয়েদ মোকাররম বারি ও চট্টগ্রাম নেছারিয়া আলিয়া মাদ্রাসার প্রধান মোহাদ্দেস মাওলানা এনামুল হক শিকদার। প্রেস বিজ্ঞপ্তি।











