শাহ মোহছেন আউলিয়ার নির্মাণাধীন মাজার পরিদর্শনে মনজুর আলম

| সোমবার , ১৯ জুন, ২০২৩ at ৫:৪৯ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলা বটতলী শাহ্‌ মোহছেন আউলিয়া (.) এর মাজার শরীফ পুন:নির্মাণ কাজ চলমান। আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের অর্থায়ন ও সাবেক মেয়র এম. মনজুর আলমের ব্যবস্থাপনায় নির্মাণাধীন মাজার কমপ্লেক্স গতকাল রোববার সরেজমিনে পরিদর্শন করেন আলহাজ এম মনজুর আলম। বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে মাজার জেয়ারত, গিলাফ জড়ানো এবং দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ এবং মতবিনিময় করেন তিনি। মতবিনিময়ে এম মনজুর আলম বলেন, আলহাজ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট মাজার পুন:নির্মাণের পরে এ মাজারের সংস্কার ও রক্ষণাবেক্ষণ করবে অত্র ট্রাস্ট। এখানে স্থাপিত কার্যালয় মাজার রক্ষাবেক্ষণে মতোয়াল্লী ও খাদেমদের সহযোগিতা দেবে। তিনি বলেন, ভক্ত ও আশেকানদের সুবিধার্থে আমাদের মেহমানখানায় বিশ্রাম, গোসল, প্রস্রাব পায়খানার যাবতীয় ব্যবস্থা করে দেয়া হয়েছে। পরে তিনি আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের কার্যালয় উদ্বোধন করেন। মাজার জেয়ারত শেষে মিলাদ মাহফিল মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা ড. অছিউর রহমান। মতবিনিময়ে উপস্থিত ছিলেন তাহের গ্রুপের চেয়ারম্যান এম.. তাহের, পরিচালক মোহাম্মদ শাহীন আলম, মোহাম্মদ সরোয়ার আলম, আলহাজ মোহাম্মদ ফারুক আজম, মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ জাহিদুল আলম, নির্বাহী পরিচালক মোহাম্মদ সামসুদ্দোহা, প্রধান প্রকৌশলী এয়াকুব নবী, মতোয়াল্লী এস এম ফজলুল কবির, মাস্টার এসএম জহিরুল ইসলাম, খাদেম মো. সামসুল ইসলাম, এসএম ইলিয়াস করিম, সৈয়দ রোসলেন তাহের আলম, অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, ইউনুস রজভী, মোহাম্মদ বাদশা আলম, মোহাম্মদ ইব্রাহীম, ফরিদুল আলম মুরাদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকারাবন্দী থেকেও আরেক মামলার আসামি হয়েছেন দুই নেতা
পরবর্তী নিবন্ধদারুল হুদা দরবারে মাহফিল