আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত চন্দনাইশের নবগঠিত দোহাজারী পৌরসভার প্রথম নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. লোকমান হাকিমসহ ৩ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। গতকাল রবিবার মনোনয়ন ফরম জমাদানের শেষদিনে দলীয় নেতাকর্মীদের নিয়ে দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মিনহাজুল ইসলামের নিকট মনোনয়ন ফরম জমা দেন লোকমান হাকিম। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার দাশ, মুসলেহ উদ্দীন মনচুর, সদস্য মোস্তাক আহমদ আঙ্গুর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনু, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুর, মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শিবলী প্রমুখ।
একইদিন বিকেল ৩টায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়ন ফরম জমা দেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মো. জায়নুল আলম। এছাড়াও মেয়র পদে সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ গতকাল সকাল ১০ টায় জেলা নির্বাচন অফিসে তার মনোনয়ন ফরম জমা দেন। শেষদিনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর প্রার্থীরাও উৎসবমুখ পরিবেশে তাদের মনোনয়ন ফরম জমা দিয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মিনহাজুল ইসলাম জানান, গতকাল ১৮ জুন মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ৩ জন মেয়র প্রার্থী তাদের মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এছাড়াও ১৮ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর, ৬৯ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী মনোনয়ন ফরম জমা করেছেন। তিনি জানান, আজ ১৯ জুন মনোনয়নপত্র বাছাই, ২৫ জুন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, ২৬ জুন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়ার পরপরই আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে এবং আগামী ১৭ জুলাই ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।