পশ্চিমাদের সতর্ক করতেই বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন : পুতিন

| রবিবার , ১৮ জুন, ২০২৩ at ৬:১৫ পূর্বাহ্ণ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বেলারুশে স্বল্প পাল্লার ট্যাকটিকাল পারমাণবিক অস্ত্র স্থাপন করা হয়েছে পশ্চিমাদের এটা স্মরণ করিয়ে দিতে যে, তারা রাশিয়াকে সামরিকভাবে পরাজিত করতে পারবে না। এর মাধ্যমে তিনি প্রথমবার বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের বিষয়টি নিশ্চিত করলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। শুক্রবার রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গে গুরুত্বপূর্ণ এক অর্থনৈতিক সম্মেলনে দেওয়া বক্তৃতায় সাবেক এ কেজিবি কর্মকর্তা বলেন, ঘনিষ্ঠ মিত্র বেলারুশকে এরই মধ্যে ট্যাকটিকাল পারমাণবিক ওয়ারহেড সরবরাহ করা হয়েছে, যদিও রাশিয়াকে এখনই পারমাণবিক অস্ত্রের শরণ নিতে হবে বলে মনে করেন না তিনি। খবর বিডিনিউজের।

আপনারা জানেন, আমরা আমাদের মিত্র বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে ট্যাকটিকাল পারমাণবিক অস্ত্রের কিছু অংশ বেলারুশের ভূখণ্ডে স্থানান্তরের বিষয়ে আলোচনা করছিলাম, এটা হয়ে গেছে। পারমাণবিক ওয়ারহেডের প্রথম অংশটুকু বেলারুশের ভূখণ্ডে চলে গেছে, তবে কেবল প্রথম অংশটুকুই গেছে। আমরা পুরো কাজ গ্রীষ্মের শেষ বা বছর শেষ হওয়ার আগেই সমাপ্ত করে ফেলবো, বলেছেন তিনি। কাছাকাছি যুদ্ধক্ষেত্রে ব্যবহারের লক্ষে বানানো স্বল্প পাল্লার পারমাণবিক অস্ত্রকে ট্যাকটিকাল পারমাণবিক অস্ত্র বলে, দূরপাল্লার হলে বলে স্ট্র্যাটেজিক পারমাণবিক অস্ত্র।

পূর্ববর্তী নিবন্ধআসামের ১১ জেলায় বন্যা, দুর্ভোগে হাজার হাজার মানুষ
পরবর্তী নিবন্ধআল জাজিরার ডকুমেন্টারিতে ভারতের হাইকোর্টের ‘না’