লিও জেলার মিট দ্যা লিওস প্রোগ্রাম

| রবিবার , ১৮ জুন, ২০২৩ at ৬:০৮ পূর্বাহ্ণ

নগরীর জামালখানস্থ চট্টগ্রাম সিনিয়র্স ক্লাব লিমিটেডে উৎসবমুখর পরিবেশে ‘মিট দ্যা লিওস’ গত শুক্রবার সম্পন্ন হয়। প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন মাল্টিপল ভাইস কাউন্সিল চেয়ারপার্সন ও সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ।

বিশেষ অতিথি ছিলেন জেলা গভর্নর ইলেক্ট লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী, ২য় ভাইস জেলা গভর্নর ইলেক্ট লায়ন মোসলেউদ্দিন আহমেদ অপু, প্রাক্তন জেলা গভর্নরদের মধ্যে লায়ন এম এ মালেক, লায়ন রুপম কিশোর বড়ুয়া, লায়ন রফিক আহমেদ, লায়ন কবির উদ্দিন ভূঁইয়া, লায়ন সিরাজুল হক আনসারী ও লায়ন কামরুন মালেক। অনুষ্ঠানে জেলা গভর্নর ইলেক্ট লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী আগামী বছরের লায়ন্স জেলা ৩১৫বি৪এর যুব সংগঠন লিও জেলা পরিষদের কমিটির লিও ক্লাব চেয়ারম্যান লায়ন নবিউল হক সুমন, লিও ক্লাব ইয়ুথ এক্সচেঞ্জ লায়ন শুভ নাজ জিনিয়া, সভাপতি পদে লিও আতিক শাহরিয়ার সাদিফ, সদ্য প্রাক্তন জেলা সভাপতি পদে লিও ইরফান মোস্তাফা, সহসভাপতি পদে লিও ইসমাইল বিন আজিজ আলভী, জেলা সচিব লিও মো. শওকত হোসেন ও ট্রেজারার হিসেবে লিও রাফিদ মো. আহনাফের নাম ঘোষণা করেন। এছাড়াও জিএলটি ডিস্ট্রিক্ট কোওর্ডিনেটর হিসেবে লিও ওমর ফারুক, জিএমটি লিও দীপ্ত দে, জিএসটি লিও মো. নুর হোসাইন, জয়েন্ট সেক্রেটারি লিও অনুপ কুমার দাস, জয়েন্ট ট্রেজারার হিসেবে লিও সিরাজুল করিম হিরোর নাম ঘোষণা করা হয়। পরবর্তীতে জেলার সকল ক্লাব নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন। প্রোগ্রামে আরও উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫বি৪, বাংলাদেশের কেবিনেট সেক্রেটারি ডেজিগনেট লায়ন আবু বক্কর সিদ্দিকী, জিইটি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন আসিফ উদ্দিন ভূইয়্যা, এলসিআইএফ কোঅর্ডিনেটর ডেজিগনেট লায়ন আবু মোর্সেদ, জয়েন্ট ট্রেজারার লায়ন নুর মোহাম্মদ বাবু, জয়েন্ট সেক্রেটারি ডেজিগনেট লায়ন আ..ম সাইফুল ইসলাম টুটুল, সিনিয়র গভর্নর এডভাইজর লায়ন মোহাম্মদ আলী, লায়ন নজরুল ইসলাম, লায়ন শওকত ইসলাম, লায়ন জাহাঙ্গীর মিয়া, লায়ন আশরাফ আলি আসু, লায়ন ডা. মো. জাকিরুল ইসলাম, লায়ন আরিফ আহমেদ, লায়ন মির্জা মো: আকবর আলি, মো. শহিদ সরোয়ার মাক্সিম, লায়ন আশিষ ভট্টাচার্য্য, লায়ন তারেক কামাল, লায়ন জাহানারা বেগম, লায়ন তাহের আহমেদ, লায়ন এ.কে.এম.এ মুক্কিত, লায়ন এম এ মান্নান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঝড়ে গাছ উপড়ে পড়ল সড়কে, বিদ্যুৎ বিচ্ছিন্ন
পরবর্তী নিবন্ধপ্রাথমিক শিক্ষক সমিতির মতবিনিময় সভা