শিক্ষিত জাতিকে নিয়েই হবে আগামীর স্মার্ট বাংলাদেশ

প্রভাতী শিক্ষা নিকেতনে অভিভাবক সমাবেশে এমপি দিদার

| রবিবার , ১৮ জুন, ২০২৩ at ৬:০৫ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষায় এদেশ এখন পৃথিবীর বহুদেশ থেকে অনেক এগিয়ে গেছে। শিক্ষিত এই জাতিকে নিয়েই হবে আগামীর স্মার্ট বাংলাদেশ। এ লক্ষ্যে আবারও এ সরকারকে ক্ষমতায় আনতে হবে। মনে রাখতে হবে একমাত্র আওয়ামী লীগই পারবে এদেশকে উন্নত দেশে উন্নীত করতে।

গতকাল শনিবার চট্টগ্রামের আকবর শাহ থানার অন্তর্গত প্রভাতী মাধ্যমিক শিক্ষা নিকেতনে শিক্ষার মান উন্নয়নের বিষয়ে শিক্ষকশিক্ষার্থী ও অভিভাবকদের সাথে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দিদারুল আলম এমপি এসব কথা বলেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এ.এইচ.এম আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ডের কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু। আরো উপস্থিত ছিলেন ৯, ১০ ও ১৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর তছলিমা নুর জাহান (রুবি), আকবর শাহ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আলতাফ হোসেন, সিনিয়র সহসভাপতি লোকমান আলী, আবু সুফিয়ান, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোঃ হারুনউররশিদ (এম.), আবদুছ ছাত্তার, সুভাষ চন্দ্র মজুমদার, এনামুল হক ভূঁইয়া, মোঃ ফারুক হোসেন, আফজারুল রহমান আফজাল, ফয়েজ আহমদ বাবুল, মশিউর রহমান মানিক, আবু জাফর শ্যামল, সৈয়দ আবু নাছির, তুহিন, খোকন, জাহেদুল ইসলাম, আবুল কাসেম, প্রভাতী মাধ্যমিক শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক তাছলিমা সুলতানা, রাশেদা ইয়াছমিন, উদয়ন বিশ্বাস, নুর হোসেন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমাদক প্রতিরোধে সকলের সমন্বিত পদক্ষেপ এখন সময়ের দাবি
পরবর্তী নিবন্ধপাহাড় ধসের শঙ্কায় রাঙামাটিতে প্রশাসনের সতর্কতা