বাবার কাছে শেখা

বিভাস গুহ | রবিবার , ১৮ জুন, ২০২৩ at ৫:৪৮ পূর্বাহ্ণ

বাবা আমার বুকের মানিক

সুখের স্বপ্ন দেখা

জীবনযুদ্ধে জয়ী হওয়া

বাবার কাছে শেখা।

মুখে হাসি লেগেই থাকে

থাকুক যত দুখে

এগিয়ে যাবার শক্তি যোগায়

সাহস নিয়ে বুকে।

মাথার উপর ছায়া হয়ে

আগলে রাখে বাবা

সারাজীবন কাটায় করে

পরিবারের সেবা।

বাবা হলো সন্তানেরই

সবচে বড় ধন

বাবার মতো এ সংসারে

নাইতো কেউ আপন।

পূর্ববর্তী নিবন্ধমাক্সিম গোর্কি : কালজয়ী ঔপন্যাসিক
পরবর্তী নিবন্ধএকটু ভাবুন কে সেই বাবা