এই দিনে

| রবিবার , ১৮ জুন, ২০২৩ at ৫:৪৮ পূর্বাহ্ণ

১০৩৭ পণ্ডিত ও দার্শনিক ইবন সিনার মৃত্যু।

১৪৬৪ ফ্লেমিশ চিত্রশিল্পী রজার ভিডেনএর মৃত্যু।

১৫৭৬ রানা প্রতাপ ও সম্রাট আকবরের মধ্যে হলদিঘাটের যুদ্ধ শুরু হয়।

১৮১২ মার্কিন যুক্তরাষ্ট্র গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৮১৫ ইংরেজ ও জার্মানদের মিলিত শক্তির বিরুদ্ধে ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়ন চূড়ান্ত পরাজয় বরণ করেন।

১৮৩১ ইংরেজিবাংলা দ্বিভাষিক পত্রিকা ‘জ্ঞানান্বেষণ’ প্রকাশিত হয়।

১৮৪৫ নোবেলজয়ী (১৯০৭) ফরাসি জীববিজ্ঞানী শার্ল লুই আল্‌ফঁস লাভরাঁর জন্ম।

১৮৮২ মার্কসবাদী তাত্ত্বিক ও বুলগেরীয় কমিউনিস্ট নেতা জর্জি দিমিত্রিয়েফএর জন্ম

১৮৮৪ ফরাসি রাষ্ট্রনীতিবিদ এদুয়ার দালাদিয়ের জন্ম।

১৯০২ লেখক স্যামুয়েল বাটলারএর মৃত্যু।

১৯১৩ মাসিক সাহিত্য পত্রিকা ‘ভারতবর্ষ’ প্রকাশিত হয়।

১৯১৮ নোবেলজয়ী (১৯৯১) ইতালীয় মার্কিন অর্থনীতিবিদ ফ্রাঙ্কো মোদিগিলিয়ানির জন্ম।

১৯২৮ নরওয়েজীয় অভিযাত্রী রোয়াল আমুনসেন মেরু অঞ্চলে নিখোঁজ হন।

১৯২৮ মার্কিন বৈমানিক অ্যামেলিয়া এরহার্ট আটলান্টিক অতিক্রমকারী প্রথম মহিলা বৈমানিকের কৃতিত্ব অর্জন করেন।

১৯৩৬ রুশ সাহিত্যিক মাক্সিম গোর্কির মৃত্যু।

১৯৪৪ সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ্‌ ফৌঁজ ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্তির সংগ্রাম শুরু করে।

১৯৫৩ দেশপ্রেমী জাতীয়তাবাদী নেতা স্যার আবদুল হালিম গজনভীর মৃত্যু।

১৯৫৩ মিশরকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়।

১৯৭১ নোবেলজয়ী (১৯৩৭) সুইস জৈবরসায়নবিদ পল কারেরএর মৃত্যু।

১৯৭৬ জোসেফ উইলিয়াম টার্নারএ আঁকা জল রং ছবি নিলামে ৩ লক্ষ ৪০ হাজার ডলারে বিক্রি হয়।

১৯৭৮ রবীন্দ্রসংগীত শিল্পী জাহেদুর রহিমের মৃত্যু।

১৯৭৯ মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে ভিয়েনায় দ্বিতীয় সল্ট চুক্তি সম্পাদিত হয়।

১৮৮২ বুলগেরীয় নেতা জর্জি দিমিত্রভ্‌এর জন্ম।

১৯৮৩ যুক্তরাষ্ট্রের স্যালি রাইড বিশ্বের তৃতীয় মহিলা নভোচারীর গৌরব অর্জন করেন।

পূর্ববর্তী নিবন্ধক্যানসার চিকিৎসায় সরকারি পর্যায়ে জোরালো পদক্ষেপ নেওয়া জরুরি
পরবর্তী নিবন্ধমাক্সিম গোর্কি : কালজয়ী ঔপন্যাসিক