চাঁদপুরে সংঘর্ষে আওয়ামী লীগের মায়ার সমর্থক নিহত

আজাদী অনলাইন | শনিবার , ১৭ জুন, ২০২৩ at ৯:১৭ অপরাহ্ণ

চাঁদপুরে সংঘর্ষের সময় গোলাগুলিতে আওয়ামী লীগের এক কর্মী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও সাতজন।

আজ শনিবার (১৭ জুন) বিকালে মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন।

নিহতের নাম মোবারক হোসেন বাবু (৪৮)। তিনি বাহাদুরপুর গ্রামের আবুল বেপারীর ছেলে। তাকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার কর্মী বলে দাবি করা হচ্ছে।

এ সময় মোবারক হোসেন বাবুর ছেলে ইমরান বেপারী (১৮) আহত হন। ইমরান ও বাহাদুরপুর গ্রামের মনু কবিরাজের ছেলে জহির কবিরাজকে (৩৫) গুরুতর অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

আহত বাকি পাঁচজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি নেতার হত‍্যার হুমকির প্রতিবাদে মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সমাবেশের আয়োজক ছিলেন মোফাজ্জল হোসেন চৌধুরীর মায়ার সমর্থকরা।

নিহত মোবারক হোসেন বাবুর ভাই আমির হোসেন কালু বলেন, “মোহনপুর ইউপি চেয়ারম্যান কাজী মিজানের কর্মীরা মোফাজ্জল হোসেন চৌধুরীর মায়ার সমাবেশে আসার পথে বাধা প্রদান করে ও প্রকাশ‍্যে গুলি চালায়। এতে তিনজন গুলিবিদ্ধ হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মোবারক হোসেন বাবুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।”

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সিগমা রশিদ বলেন, “মোবারক হোসেন বাবুকে একেবারেই শেষ পর্যায়ে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসা কার্যক্রম শুরু করার সঙ্গে সঙ্গেই তিনি মারা যান। বাকি দু’জনকে ঢাকায় রেফার করা হয়েছে।”

মতলব উত্তর থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, “মোফাজ্জল হোসেন চৌধুরীর মায়ার সমাবেশে আসার পথে গুলিতে মোবারক হোসেন বাবু নিহত হন বলে প্রাথমিকভাবে জানা গেছে।”

ঘটনার পর সাংবাদিকদের এক ব্রিফিংয়ে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, “হামলাকারী কাজী মিজান আওয়ামী লীগের কেউ না। তারা রাজাকার পরিবারের লোক। এ ঘটনার সুষ্ঠু বিচার হবে।”

তবে এ ব্যাপারে চেষ্টা করেও ইউপি চেয়ারম্যান কাজী মিজানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে উপচে পড়া বটগাছে ২ ঘণ্টা যান চলাচল বন্ধ
পরবর্তী নিবন্ধলোহাগাড়ার হত্যা মামলার ২১ বছরের পলাতক আসামী হাটহাজারীতে গ্রেফতার