মাসিক কর্মদক্ষতা মূল্যায়ন, যানজট নিরসনে কার্যকর ভূমিকা পালন ও ট্রাফিক ব্যবস্থাপনায় দক্ষতা প্রয়োগ করে সঠিকভাবে ট্রাফিক ডিউটি পালন করায় পাঁচজন ট্রাফিক ইন্সপেক্টর ও ১৫ জন সার্জেন্টকে পুরস্কৃত করা হয়েছে। গত বৃহস্পতিবার ট্রাফিক উত্তর বিভাগ কার্যালয়ে এ ২০ সার্জেন্টকে পুরস্কার তুলে দেন ট্রাফিক উত্তরের উপ পুলিশ কমিশনার জয়নুল আবেদিন। কাজের স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার দেওয়া হয়। মে মাসের সার্বিক অবদান বিবেচনায় ট্রাফিক উত্তর বিভাগের টিআই বায়েজিদ আলমগীর হোসেন সেরা টিআইয়ের পুরস্কার লাভ করেন। মাসিক সভায় উপ–পুলিশ কমিশনার জয়নুল আবেদিন বলেন, স্মার্ট বাংলাদেশ তথা স্মার্ট চট্টগ্রাম শহরের জন্য দরকার স্মার্ট ট্রাফিক সিস্টেম। এই সিস্টেম ডেভেলপ করতে সংশ্লিষ্ট সেবা সংস্থাগুলোকে একসাথে কাজ করতে হবে। ট্রাফিক উত্তর বিভাগ ইতোমধ্যে তা শুরু করে দিয়েছে। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, সহকারী পুলিশ কমিশনার আসিফ মাহমুদ গালিব, টিআই (প্রশাসন) কামাল হোসেন এবং ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত অন্যান্য অফিসার ও পুলিশ সদস্য।