কৃষি, মৎস্য এবং প্রাণিসম্পদ এই তিনটি খাতের আওতায় মোট ছয়জন সফল উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল ইপসা এইচআরডিসি এর বীর মুক্তিযোদ্ধা এ কে এম মফিজুর রহমান মিলনায়তনে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন, ইপসা সমন্বিত কৃষি ইউনিটের আয়োজনে এ উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয়। উদ্যোক্তাদের সম্মাননা স্মারক হিসেবে একটি করে ক্রেস্ট এবং সার্টিফিকেট দেয়া হয়।
ইপসার সমন্বিত কৃষি ইউনিটের ফোকাল পারসন মো. সাঈদ আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলার মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. তাহমিনা আরজু, ইপসার প্রোগ্রাম ম্যানেজার মো. নেওয়াজ মাহমুদ, ইপসা সীতাকুণ্ড এরিয়া ম্যানেজার মোহাম্মদ তোফায়েল হোসেন, ইপসার কৃষি কর্মকর্তা মিহির মজুমদার এবং ইপসার অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইপসার মৎস্য কর্মকর্তা মো. শাদমান সাকিব। শেষে সফল উদ্যোক্তাদের তাদের সম্মাননা প্রদান করা হয়। কৃষি খাত থেকে সম্মাননা গ্রহণ করেন উচ্চমূল্যের ফসল চাষে উদ্যোক্তা খুরশিদ আলম এবং মালচিং পদ্ধতিতে ফসল চাষে উদ্যোক্তা কামরুল হাসান। মৎস্য খাত থেকে সম্মাননা গ্রহণ করেন লিসা এগ্রো হ্যাচারির কর্ণধার আব্দুল আল মাসুদ এবং মাছ ধরার জাল তৈরিতে প্রতিবন্ধী উদ্যোক্তা শাহাদাত হোসেন। প্রাণিসম্পদ খাত থেকে সম্মাননা গ্রহণ করেন বাক সেন্টার/পাঠা পালনে উদ্যোক্তা আফিয়া খাতুন এবং দেশি মুরগির প্যারেন্ট স্টক উৎপাদনে উদ্যোক্তা খুরশিদা বেগম।