মমতা পরিচালিত সমৃদ্ধি কর্মসূচি বরকল শাখার উদ্যোগে বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের কানাইমাদারী ড. অলি আহমদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ে উক্ত চক্ষু ও স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
পিকেএসএফ এর সহায়তায় পরিচালিত উক্ত কর্মসুচিতে স্থানীয় পর্যায়ের প্রান্তিক ও অনগ্রসর জনগোষ্ঠীরা এই সেবা কার্যক্রম গ্রহণে অংশগ্রহণ করেন।
উক্ত স্বাস্থ্য সেবা ক্যাম্পের আওতায় মোট ৬২২ জন রোগী বিনামূল্যে এই সেবা গ্রহণ করেন। উল্লেখ্য, মমতা সমৃদ্ধি কর্মসূচির আওতায় চন্দনাইশের বরকল ইউনিয়ন, হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ও গড়দুয়ারা ইউনিয়ন শিক্ষা, দারিদ্র বিমোচন, আর্থ–সামাজিক উন্নয়ন, স্বাস্থ্য সেবা প্রদান, সমাজের পিছিয়ে পড়া মানুষের অর্থনৈতিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে। উক্ত চক্ষু ও স্বাস্থ্য সেবা ক্যাম্পে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মমতা সমৃদ্ধি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।