হাটহাজারীর আলেমদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘হাটহাজারী উলামা পরিষদ’ এর ২০২৩–২৪ এর কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ আল জামিয়াতুল আহলিয়া দারুল উলূম হাটহাজারীর সদ্য নিয়োগপ্রাপ্ত মুহতামিম আল্লামা মুফতি খলিল আহমদ কাসেমীর সাথে গত বৃহস্পতিবার বাদ আসর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হন। সভায় হাটহাজারী উলামা পরিষদের প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত অর্জিত সাফল্যগুলো তুলে ধরা হয়। এ সময় বক্তব্যে আল্লামা মুফতি খলিল আহমদ কাসেমী বলেন, আলেম সমাজ ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে সেখানে মহান আল্লাহর প্রত্যক্ষ মদদ থাকে এবং সফলতাও আসে। আলেমদের ঐক্যের মধ্যেই জাতির কল্যাণ নিহিত। তাই ধর্মীয় ও জাতীয় স্বার্থে আলেমদের একই প্লাটফর্মে এসেই কাজ করা উচিত। সাধারণ সম্পাদক মাওলানা মীর ইদরীস নদভীর সঞ্চালনায় ও সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মুফতি মুহাম্মদ আলী কাসেমীর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন আল্লামা মুফতি খলিল আহমদ কাসেমী।