বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) ফটিকছড়ি পৌরসভা সংসদের অভিষেক অনুষ্ঠান রাধাকৃষ্ণ নামহট্ট মন্দিরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মাস্টার রনজিত চক্রবর্তীর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক উজ্জ্বল শীলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সাবেক আহ্বায়ক অধ্যক্ষ বিজয় লক্ষ্মী দেবী। মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি দেশপ্রিয় চৌধুরী বিনয়। উদ্বোধক ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সহ–সভাপতি প্রীতম চৌধুরী। আশীর্বাদক ছিলেন বাগীশিক উত্তর জেলা সংসদের সভাপতি শুভাশীষ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বাগীশিক উত্তর জেলা সংসদের সাধারণ সম্পাদক মাস্টার শিবু দাশ। বিশেষ অতিথি ছিলেন মাস্টার রতন চৌধুরী, অ্যাড. জুয়েল চক্রবর্তী, প্রিয়াশীষ চক্রবর্তী, সুজন চক্রবর্তী, বাসু চৌধুরী, সুজন নাথ, সিদ্ধরসিক দাস, উজ্জ্বলানন্দ ব্রহ্মচারী। নবনির্বাচিত কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের সভাপতি সুমন কুমার বণিক। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ–সভাপতি সঞ্জয় কুমার নাথ। বক্তব্য রাখেন বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের সাধারণ সম্পাদক রূপক কুমার দে, স্বপন কুমার দত্ত, হিল্লোল দাশ রানা, রতন চৌধুরী, বাবুল চন্দ্র দে, নিশু পালিত, ডা. রনজিৎ দাশ, দেবাশীষ দে, উজ্জ্বল দে, মৃদুল কান্তি নাথ, মাস্টার লিটন মহাজন, রুবেল বিশ্বাস, আদিত্য সৈকত, অমর বণিক, শ্রীবাস বৈষ্ণব, ছোটন নাথ, উজ্জ্বল নাথ, ধনঞ্জয় নাথ, পার্থ ঘোষ, ডা. মানিক নাথ, সাধন চৌধুরী প্রমুখ। অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল–মঙ্গলপ্রদীপ প্রজ্বালন, পায়রা অবমুক্তকরণ, ভোগ নিবেদন, ধর্মসম্মেলন, কৃতি শিক্ষার্থী ও গীতা প্রশিক্ষক সংবর্ধনা, ভক্তি সঙ্গীতাঞ্জলি, প্রসাদ বিতরণ। অনুষ্ঠানে বক্তারা বলেন, গীতা হচ্ছে জীবন গঠনের সংবিধান। গীতা মানুষকে উদার ও মহৎ হওয়ার শিক্ষা দেয়। নৈতিক শিক্ষার পাশাপাশি সন্তানদের শৈশব থেকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে পারলে আদর্শ জীবন গঠন সম্ভব।












