স্টেশন রোডের আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার ১১ তরুণ-তরুণী

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৭ জুন, ২০২৩ at ৫:৩৭ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী থানাধীন স্টেশন রোডে একটি আবাসিক হোটেল থেকে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাতে সিলভার ইন হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কোতোয়ালী থানার এসআই মো. সেলিম মিয়া জানান, স্টেশন রোডের হোটেল সিলভার ইন আবাসিকে অভিযান চালিয়ে ১১ তরুণতরুণীকে আটক করা হয়েছে। অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে তাদের আটক করা হয়।

পূর্ববর্তী নিবন্ধগাউছিয়া কমিটি মানবতার অনন্য দৃষ্টান্ত
পরবর্তী নিবন্ধন্যাশনাল ইংলিশ স্কুলে মৌসুমী ফল উৎসব