সম্পর্ক এমন একটা মধুর শব্দ যেটি আল্লাহ সুবহানাহু ওয়াতাআ‘লার সৃষ্টির সেরা একটা উপহার সবার জীবনে। সম্পর্ক মানেই মিষ্টতা মায়া আন্তরিকতার বন্ধন। সেটি হোক বাবা–মা, ভাই–বোন, স্বামী–স্ত্রী, বন্ধু–বান্ধব, আত্মীয়–স্বজন, পরিচিত–অপরিচিতজন কিন্তু সম্পর্কে গভীরতা ভাষায় প্রকাশ করা অসম্ভব। এই সম্পর্কগুলোর কিছু চাহিদা রয়েছে মানুষের কাছে। বিশ্বাস, সম্মান, যত্ন, ভালোবাসা, আন্তরিকতা, মায়া এগুলো সম্পর্কের চাহিদা মানুষের কাছে। প্রত্যেকটা সম্পর্কই গুরুত্বপূর্ণ। জীবনে প্রতিটি সম্পর্কের নিজস্বতা আছে। সম্পর্ক স্বার্থের অনেক উর্ধ্বে। আজ স্বার্থের কারণে মানুষের সম্পর্কগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, মিশে যায় সম্পর্কের অস্তিত্ব অথচ স্বার্থের চেয়ে অনেক বড় হলো সম্পর্ক। স্বার্থ ব্যবহার হয়ে যাবে ফুরিয়ে যাবে সম্পর্ক থেকে যাবে আজীবন অমলিন হয়ে। সম্পর্কে ফুরিয়ে যাবে দূরত্ব তৈরি হবে কাছে আসার নতুন গল্প স্নিগ্ধতায় মায়া ভালোবাসায়। কতইনা ভালো হতো যদি ঠিক এমনটা হতো! মানুষের ভালো থাকা দেখতেও ভালো লাগে, মানুষের হাসিমুখ দেখতেও চোখের শান্তি লাগে, মানুষ ভিতর থেকে ভালো আছে এটা অনুভব করতেও সুখসুখ অনুভব হয়। আহা কতো মানুষ কতো রকম অশান্তি বুকে চেপে দিব্বি ভালো থাকার অভিনয় করছে তা ক’জন মানুষ অনুভব করতে পারে! যদি তাদের ভিতরটা শান্তিতে ভরে উঠে সত্যি সত্যি ভালো থেকে জীবন কাটাতে পারতো কতইনা ভালো হতো! আর এমনটা হওয়া পুরোপুরি সম্ভব যদি আমরা একজন মানুষ অন্যজন মানুষের উপর মানবিক হই আন্তরিক হই, সামনের জনের ব্যথাকে একটু গভীরভাবে অনুভব করার চেষ্টা করি, যদি তাদের পাশে দাঁড়িয়ে ভরসার নজরে বলি ভয় পাবেন না একটু সবর করুন সবটা ঠিক হবেই এটকু সময় লাগছে কেবল অপেক্ষা করুন। তখন সামনের মানুষটার ভিতর থেকে একটা বড় দীর্ঘশ্বাস বের হবে সাথে নিয়ে ভিতরে জমে থাকা সমস্ত যন্ত্রণার ছাপ। মানুষের প্রচুর আন্তরিকতা প্রয়োজন, যেখানে তাদের কেউ জাজ করবে না শুধু তাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে। মানুষের এমন আপনজন খুব প্রয়োজন।












