আগামীকাল (শনিবার) চট্টগ্রামে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হবে। নগরীর এম এ আজিজ স্টেডিয়াম চত্বরে সকাল ১১টায় চট্টগ্রাম বিভাগীয় বীর মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। চট্টগ্রাম বিভাগের পাঁচ হাজারেরও বেশি মুক্তিযোদ্ধার এই সমাবেশ উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। সমাবেশে অতিথি থাকবেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।
বিশেষ অতিথি থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ এমপি, পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম এমপিসহ শীর্ষ নেতৃবৃন্দ। সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে স্মার্ট বাংলাদেশ গঠনে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে আলোচনা হবে বলে গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা এবিএম সুলতান আহমেদ।










