চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ১৪.৬২ কোটি টাকা। ৪,৫১৩ টি লেনদেনের মাধ্যমে মোট ৪৭.৬২ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১২.৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮,৫৬০.৭৩ পয়েন্টে। সিএসই–৫০ মূল্যসূচক ০.৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৩০৯.৩৭–তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ০.৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,১৬৩.৭৬ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক ১২.০৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,৭১১.৫০ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫৫,৮৭৩.১৯ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪১৭,০৩০.৭৪ কোটি টাকায়। সিএসইতে ৬৩০ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২১০টির, এর মধ্যে দাম বেড়েছে ৫৩টির, কমেছে ৫৪টির আর অপরিবর্তিত রয়েছে ১০৩টির।