সুপার ফোরে জয় দিয়ে শুরু পাথরঘাটা দূর্বারের

দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১৬ জুন, ২০২৩ at ৫:১৩ পূর্বাহ্ণ

সিজেকেএস দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের সুপার ফোর পর্বে জয় দিয়ে শুরু করেছে শিরোপা প্রত্যাশী পাথরঘাটা দূর্বার সাংস্কৃতিক গোষ্ঠী। গতকাল বৃহস্পতিবার সুপার ফোরের প্রথম খেলায় তারা ৪৮ রানে পরাজিত করে ইয়ং স্টার ক্লাবকে। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটি বৃষ্টির কারণে শুরু হতে দেরি হয়। পরে খেলাটি ২৪ ওভারে নির্ধারিত হয়। টসে জিতে ইয়ং স্টার প্রথমে ফিল্ডিং করতে নামে। আর প্রথমে ব্যাট করতে নেমে পাথরঘাটা দূর্বার গোষ্ঠী ২৪ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করে। দলের পক্ষে দুই ওপেনার ইমরান হোসেন ২২ এবং আমজাদ হোসেন বাবু ২০ রান করেন। সর্বোচ্চ রান আসে অধিনায়ক মো. তানভীরের ব্যাট থেকে। ৩৪ বলে ৩৬ রান করেন তিনি ২টি চার এবং ২টি ছক্কার সাহায্যে। এছাড়া রিফাত হোসেন অনি ১১ এবং ওয়াহিদুল আলম অপরাজিত ১৭ রান করেন। ইয়ং স্টার ক্লাবের মো. ইয়াসিন মাত্র ৫ রান দিয়ে ৪টি উইকেট দখল করেন। আমির হোসেন নেন ৩টি উইকেট ২৮ রান দিয়ে। এ দু’জনের বোলিং সাফল্য দলের ব্যাটাররা কাজে লাগাতে পারেননি। একমাত্র বিপন কান্তি দাশের ২৪ রান ছাড়া আর কেউ দুই অংকের ঘরে যেতে পারেননি। অতিরিক্ত থেকে যোগ হয় ১৭ রান। ১৯.৩ ওভার খেলে ইয়ং স্টার সব উইকেট হারায় মাত্র ৭৩ রানে। পাথরঘাটা দূর্বারের আমজাদ হোসেন বাবু ১০ রান দিয়ে ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন শাহিদুল আলম সাকিব এবং মো. রাইসুল যথাক্রমে ১৬ এবং ৯ রান দিয়ে। আজ লিগের সুপার ফোর পর্বের খেলায় অংশ নেবে বার্ডস স্পোর্টিং ক্লাব এবং কোয়ালিটি ব্লুজ। এম এ আজিজ স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধকালজয়ী বাংলা গানের অমর গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদারের গান
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২৩ জুন শুরু