রাঙামাটিতে রাতের আঁধারে অটোরিক্সা পুড়িয়ে দিল সন্ত্রাসীরা

কাপ্তাই প্রতিনিধি | শুক্রবার , ১৬ জুন, ২০২৩ at ১২:৩৭ পূর্বাহ্ণ

রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই-রাঙামাটি সড়কে পাহাড়ি সন্ত্রাসীরা বৃহস্পতিবার (১৫ জুন) রাতের অন্ধকারে সিএনজিচালিত একটি অটোরিক্সা (চট্টগ্রাম-থ ১৪-৭৪৯৯) আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে। এছাড়াও চালকের কাছ থেকে টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা।

জানা গেছে, ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ৮টার সময় কাপ্তাই উপজেলা সদরের বড়ইছড়ি থেকে রাঙামাটি অভিমুখী সড়কের কুকিমারা পাড়া আমবাগান নামক স্থানে।

খবর পাওয়ার সাথে সাথে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে যান এবং জ্বলন্ত অটোরিক্সাটির আগুন নেভানোর চেষ্টা করেন। তবে তার আগেই পুরো অটোরিক্সাটি আগুনে পুড়ে যায়।

অটোরিক্সা চালক রনি রাত ১০টার সময় জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ২ জন পাহাড়ি যাত্রী লিচুবাগান থেকে বড়ইছড়ি যাওয়ার জন্য তার অটোরিক্সা ভাড়া করেন। তিনি তাদের নিয়ে বড়ইছড়ি বাজারে আসলে ওই যাত্রীরা পেছন থেকে অস্ত্র ঠেকিয়ে তাকে সামনের দিকে (ঘাগড়ার দিকে) যেতে বাধ্য করে।

তিনি জানান, কুকিমারাপাড়া যাওয়ার পর রাস্তা থেকে আরো ৩জন যাত্রী অটোরিক্সায় উঠে। তারা সবাই মিলে তাকে রশি দিয়ে বেঁধে তার কাছে থাকা মোবাইল ফোন এবং টাকা নিয়ে তাকে পাহাড়ের দিকে নিয়ে যায়। এসময় যাত্রীরা তার অটোরিক্সাটি চালিয়ে সামনের দিকে নিয়ে যায়। রনি কোনোমতে পাহাড় থেকে পড়ে পুনরায় সড়কে চলে আসেন এবং অন্য একটি অটোরিক্সায় উঠে বড়ইছড়ি বাজারে এসে বিষয়টি সবাইকে জানান।

সন্ত্রাসীরা কুকিমারাপাড়া আম বাগানের কাছে ছিনতাই করা অটোরিক্সাটিতে আগুন ধরিয়ে দেয়।

তারা কী কারণে এবং কেন তার অটোরিক্সাটি ছিনতাই করে আগুন ধরিয়ে দিয়েছে তাৎক্ষণিক তা জানা যায়নি।

কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন বলেন, “রাত ১১টা পর্যন্ত এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি। তবে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।”

এ ব্যাপারে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধসিরাজুদ্দৌলা রোডে শিবিরের কোচিং সেন্টার উচ্ছেদ
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা