হতাশামুক্ত থাকতে দরকার সুস্থ মন

চবিতে কর্মশালায় উপাচার্য

| বৃহস্পতিবার , ১৫ জুন, ২০২৩ at ৫:৪২ পূর্বাহ্ণ

চবি প্রশাসনের উদ্যোগে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় করণীয় নির্ধারণের লক্ষ্যে গতকাল বুধবার ্তুগবহঃধষ ঐবধষঃয ধহফ ঊীঢ়ৎবংংরাব চংুপযড়ঃযবৎধঢ়ু ঃড় চৎড়ঃবপঃ ঝঃঁফবহঃং ভৎড়স ঝঁনংঃধহপব অনঁংব ধহফ ঝঁরপরফব্থ শীর্ষক এক কর্মশালা সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ। সভাপতিত্ব করেন মনোবিজ্ঞান বিভাগের সভাপতি (ভারপ্রাপ্ত) . অরুনাভ বৈরাগী। কর্মশালা পরিচালনা করেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যানের শিক্ষক প্রফেসর ড. জিম রবিনসন এবং চবি নাট্যকলা বিভাগের খন্ডকালীন শিক্ষক মো. মোস্তফা কামাল যাত্রা।

উপাচার্য বলেন, সুস্থ দেহে বাস করে সুন্দর মন। মন ভালো না থাকলে লেখাপড়ায় বিঘ্ন ঘটে। তিনি বলেন, মানসিক রোগ এটি একটি বৈশ্বিক সমস্যা। এটির কারণে শিক্ষার্থীদের মাঝে নেতিবাচক কার্যক্রমের জন্ম নেয়। এর ফলে হতাশাগ্রস্ত হয়ে অনেকে আত্মহত্যার পথ বেছে নেয়। এর থেকে পরিত্রাণ পেতে হলে সুস্থ মন দরকার এবং তার জন্য নিয়মিত কাউন্সেলিং প্রয়োজন। তিনি বলেন, প্রতিটি অনুষদের অধীনে বিভাগসমূহের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য চবি প্রশাসন আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। উপাচার্য শিক্ষার্থীদের শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনে অনুশীলনের পরামর্শ দেন।

কর্মশালার দ্বিতীয় পর্বে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে বিভিন্ন কর্মকৌশল উপস্থাপন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবিতে ডিসিইউর ‘জাগুক তারুণ্য, বাঁচুক পরিবেশ’
পরবর্তী নিবন্ধঅতিরিক্ত আইজির সাথে উপজেলা পরিষদ এসো’র সৌজন্য সাক্ষাৎ