পুলিৎজার বিজয়ী লেখক করম্যাক ম্যাকার্থির জীবনাবসান

| বৃহস্পতিবার , ১৫ জুন, ২০২৩ at ৫:১৬ পূর্বাহ্ণ

পুলিৎজার পুরস্কার বিজয়ী মার্কিন লেখক করম্যাক ম্যাকার্থি মারা গেছেন। যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা লেখক মনে করা হতো ম্যাকার্থিকে। মঙ্গলবার নিউ মেক্সিকোর সান্তা ফে’র বাড়িতে ৮৯ বছর বয়সী এই লেখকের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তার বইয়ের প্রকাশক পেঙ্গুইন র‌্যানডম হাউস। খবর বিডিনিউজের।

ম্যাকার্থির প্রতি শ্রদ্ধা জানিয়ে আরেক মার্কিন লেখক স্টিফেন কিং টুইটারে লিখেছেন, (ম্যাকার্থি) সম্ভবত আমার দেখা আমেরিকার সেরা ঔপন্যাসিক। ম্যাকার্থিকে ‘বিশ্বের অন্যতম প্রভাবশালী এবং খ্যাতিমান লেখক’ হিসেবে উল্লেখ করেছে তার ব্রিটিশ প্রকাশক প্যান ম্যাকমিলান।

মার্কিন এই লেখকের ‘দ্য রোড’ এবং ‘নো কান্ট্রি ফর ওল্ড ম্যান’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ব্যবসা চলচ্চিত্রও। ২০০৬ সালে প্রকাশিত ‘দ্য রোড’ ছিল ম্যাকার্থির দশম উপন্যাস। পরের বছর এই উপন্যাসই তাকে এনে দেয় মর্যাদাপূর্ণ পুলিৎজার পুরস্কার। ম্যাকার্থির জন্ম ১৯৩৩ সালে রোড আইল্যান্ডের প্রোভিডেন্সে একটি আইরিশ ক্যাথলিক পরিবারে। তারা ছিলেন ছয় ভাইবোন।

পূর্ববর্তী নিবন্ধমধ্যপ্রাচ্য-উত্তর আফ্রিকায় অভিবাসী মৃতের সংখ্যা প্রায় ৩৮০০
পরবর্তী নিবন্ধভারত ও পাকিস্তানের লাখো মানুষকে সরানো হচ্ছে