মধ্যরাতে শ্বাসকষ্ট নিয়ে হেফজখানার ৪ ছাত্রী হাসপাতালে

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৫ জুন, ২০২৩ at ৪:৩৭ পূর্বাহ্ণ

লোহাগাড়ার আমিরাবাদে শ্বাসকষ্ট নিয়ে মধ্যরাতে হেফজখানার ৪ ছাত্রী হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম আমিরাবাদ এলাকায় অবস্থিত ফাতিমাতুয্‌যাহরা মাদ্‌রাসার হেফজখানায় এ ঘটনা ঘটে।

জানা যায়, রাতের খাবার খেয়ে হেফজখানার আবাসিক ছাত্রীরা ঘুমিয়ে যান। মধ্যরাতে হঠাৎ এক ছাত্রী শ্বাসকষ্টে ভোগেন। তাৎক্ষণিক তাকে উপজেলার সদরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। এর পর পর আরো ৩ ছাত্রী একই সমস্যায় ভোগেন। তাদেরকেও হাসপাতালে ভর্তি করা হয়। ধারণা করা হচ্ছে, প্রচন্ড গরম ও একই রুমে গাদাগাদি করে থাকার কারণে শ্বাসকষ্ট জনিত সমস্যা দেখা দিয়েছে।

হাসপাতালে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার পূর্ণেন্দু বিকাশ সাহা জানান, মধ্যরাতে শ্বাসকষ্ট ও ভয়ে আতংকিত হয়ে পর্যায়ক্রমে ৪ জন ছাত্রীকে হাসপাতালে চিকিৎসা নিতে আসে। তাদেরকে হাসপাতালে রেখে চিকিৎসাসেবা দেয়া হয়। গতকাল বুধবার সকালে শারিরীক অবস্থার উন্নতি হওয়ায় পরিবারের লোকজন তাদের বাড়িতে নিয়ে যান। এরমধ্যে ৩ জনের বয়স ১৩ বছর ও একজনের বয়স ১৭ বছর।

স্থানীয় ইউপি সদস্য হোসাইন মুহাম্মদ শারফু জানান, হেফজখানার ৪ ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নেয়ার বিষয়টি জানার পর স্থানীয়দের কাছ থেকে শুনেছেন মেয়াদোত্তীর্ণ খাবার খাওয়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়েছে।

ফাতিমাতুয্‌যাহরা মাদ্‌রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইবরাহীম ছিদ্দিকী জানান, মধ্যরাতে হেফজখানার আবাসিক ৪ ছাত্রী শ্বাসকষ্টে ভোগে। তাদেরকে দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসাসেবা দেয়া হয়। মেয়াদোত্তীর্ণ খাবার খাওয়ার বিষয়টি সত্য নই। ধারণা করা হচ্ছে, গ্যাস্ট্রিকের সমস্যার কারণে এমনটি হয়েছে।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ উল্যাহ জানান, খবর পেয়ে দ্রুত মাদ্‌রাসায় একটি টিম পাঠানো হয়। মাদ্‌রাসায় মেয়াদোত্তীর্ণ কোনো খাবার পাওয়া যায়নি। মাদ্‌রাসা কর্তৃপক্ষ জানিয়েছেন, তারা খাবার মজুদ করেন না। যেই দিনের খাবার সেইদিন বাজার থেকে কিনে আনেন।

পূর্ববর্তী নিবন্ধচকবাজার ও জামালখানে মিছিলে হামলার ঘটনায় বিএনপির নিন্দা
পরবর্তী নিবন্ধপাহাড় কাটা পরিদর্শনে গেলে বাধা, কাউন্সিলরসহ ছয়জনের বিরুদ্ধে চার্জশিট