আর্চারি বাংলাদেশের সম্ভাবনাময় খেলাগুলোর মধ্যে অন্যতম। অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশের এই একটিমাত্র ইভেন্ট। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এই আর্চারি লিগে কিনা কেবল তিনটি দল। আর লিগও সকালে শুরু বিকেলে শেষ। এই তিন দলের আর্চারি লিগে চ্যাম্পিয়ন মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। রানার্স আপ চট্টগ্রাম ফুটবল ক্লাব। চ্যাম্পিয়ন মুক্তিযোদ্ধা পুরো শক্তির দল নিয়ে মাঠে নামলেও বাকি দুই দল যথাক্রমে চট্টগ্রাম ফুটবল ক্লাব এবং আগ্রাবাদ নওজোয়ান গ্রিন খেলতে নেমেছিল কোনমতে টেনেটুনে দল গড়ে। আগ্রাবাদ নওজোয়ান গ্রিনতো দলের খেলোয়াড়দের জার্সিটাও দিতে পারেনি। কোন এক একাডেমির জার্সি পরে খেলেছে দলটির খেলোয়াড়রা। কতটা অপরিপক্ব খেলোয়াড় নিয়ে লিগে খেলতে নেমেছিল দলগুলো তা বুঝা যায় যখন দেখা যায় খেলোয়াড়দের তীর চলে যাচ্ছে হয় বোর্ডের উপর দিয়ে না হয় নিচে দিয়ে। আঘাত হানছে বোর্ডের অনেক বাইরে দিয়ে দেওয়ালে।
এমনই দৈন্য দশার আর্চারি লিগে ৪টি স্বর্ণ ও ১টি রৌপ্য পদক পেয়ে দলগতভাবে চ্যাম্পিয়ন হয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (চট্টগ্রাম)। চট্টগ্রাম ফুটবল ক্লাব ২টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ পদক পেয়ে লিগে রানার্স আপ হয়। আর আগ্রাবাদ নওজোয়ান গ্রিন ১টি রৌপ্য এবং ১টি ব্রোঞ্জ পদক অর্জন করে তিন দলের মধ্যে তৃতীয় হয়েছে। বিকেলে খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন। সিজেকেএস আর্চারি কমিটির চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরীর সভাপতিত্বে এবং কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক কল্লোল দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজেকেএস সহ–সভাপতি এ্যাড. শাহীন আফতাবুর রেজা চৌধুরী, দিদারুল আলম চৌধুরী, মো. হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ও মো. মশিউর রহমান চৌধুরী, নির্বাহী সদস্য আবুল হাসেম, জহির আহমেদ চৌধুরী, আ.ন.ম. ওয়াহিদ দুলাল, মোহাম্মদ ইউসুফ, গোলাম মহিউদ্দিন হাসান, নাসির মিঞা, সিজেকেএস কাউন্সিলর আকতারুজ্জামান, মুজিবুর রহমান, ইঞ্জি: জসিম উদ্দিন, মো. এনামুল হক, সাইফুল্লাহ চৌধুরী, শওকত হোসেন, রায়হান উদ্দিন রুবেল, মো. লুৎফুল করিম সোহেল, মো. সরোয়ার আলম চৌধুরী মনি, সৈয়দ নূর নবী লিটন, আবু জাহেদ, সাইফুল আলম খাঁন, আলী হাসান রাজু, সিজেকেএস আরচ্যারী কমিটির যুগ্ম সম্পাদক সাইফুল্লাহ মুনির, সদস্য আলী হাসান সহ অংশগ্রহণকারী দলের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ। এর আগে সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিগের উদ্বোধন করেছিলেন সিজেকেএস সহ সভাপতি মো. হাফিজুর রহমান।












