চট্টগ্রাম প্রাক্তন ফুটবল খেলোয়াড় সমন্বয় কমিটির এক সভা গত সোমবার অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি নন্দী রাম লাল লাতু সভাপতিত্বে সভায় ভবিষ্যৎ পরিকল্পনা, নতুন সদস্য সংগ্রহ এবং সংগঠনের একটি অফিসের জরুরি প্রয়োজনীয়তার উপর আলোকপাত করে আলোচনায় অংশ নেন সাধারণ সম্পাদক মাছরুরুল বারী ফরহান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুজিত সিংহ গনেশ, সহ–সভাপতি বাবুল দেব রায় ও মো. মহসিন, যুগ্ম সম্পাদক দীনবন্ধু দাশ গুপ্ত, সহ–যুগ্ম সম্পাদক শৈবাল বড়ুয়া, দপ্তর সম্পাদক দিলীপ দাশ, সাংস্কৃতিক সম্পাদক দিলীপ চৌধুরী এবং কার্যনির্বাহী দেবাশীষ বড়ুয়া দেবু ও সদস্য মো. জামাল উদ্দিন।












