কাপ্তাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কাপ্তাই প্রতিনিধি | বুধবার , ১৪ জুন, ২০২৩ at ১০:১৯ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলা প্রশাসন এবং উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনূর্ধ্ব১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল মঙ্গলবার অনুুষ্ঠিত হয়। শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কাপ্তাই ইউনিয়ন ১০ গোলে চন্দ্রঘোনা ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এদিকে বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কাপ্তাই ইউনিয়ন ১০ গোলে ওয়াগ্‌গা ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিতদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বিদর্শন বড়ুয়া। উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক কাজী মাকসুদুর রহমান বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান আহমেদ, উপজেলা খাদ্য কর্মকর্তা নিপু চন্দ্র দাশ, সহকারী তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা উদ্যানতত্ত্ববিদ রাশিদুজ্জামান ইমরান, কাপ্তাই হাইস্কুলের প্রধান শিক্ষক মাহবুব হাসান বাবু ও কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কাজী মোশাররফ হোসেন। খেলোয়াড়দের উদ্বুদ্ধ করতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন এবং উপজেলা খাদ্য কর্মকর্তা নিপু চন্দ্র দাশ সেরা গোলদাতা এবং সেরা খেলোয়াড়কে বিশেষ উপহার প্রদান করেন। এছাড়াও উপজেলা উদ্যানতত্ত্ববিদ রাশিদুজ্জামান ইমরান ৪০ জন খেলোয়াড়ের প্রত্যেককে একটি করে চায়না থ্রি লিচুর কলম উপহার দেন।

পূর্ববর্তী নিবন্ধরয়েল পুলস এন্ড স্নুকার ক্লাবের জার্সি উন্মোচন
পরবর্তী নিবন্ধমোহামেডান ব্লুজ ক্রিকেট দলের জার্সি উন্মোচন