নগরীর কদম মোবারকস্থ চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে আজ বিকেল ৫টায় বঙ্গবন্ধুর স্নেহধন্য, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি, জেলা লায়ন্স ৩১৫ বি–এর প্রাক্তন গর্ভনর বীর মুক্তিযোদ্ধা লায়ন এম. শামসুল হকের শোকসভা দোয়া মাহফিল ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে চট্টগ্রামের আওয়ামী লীগের নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, বিভিন্ন পেশাজীবী ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে আগ্রহী সকলকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, লায়ন এম. শামসুল হক সরকারি মুসলিম হাই স্কুল প্রাক্তন ছাত্র পরিষদের সাবেক সভাপতি, সরকারি কমার্স কলেজ প্রাক্তন ছাত্র–ছাত্রী সমিতির সিনিয়র সহ সভাপতি, দি সিনিয়র সিটিজেন সোসাইটি চট্টগ্রামের জেনারেল সেক্রেটারীসহ বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












