খুব মজা লাগে,
নিয়ম ভেঙ্গে যদি আমি
চলি সবার আগে।
সবার আগে যেতে আমি
করি হুড়াহুড়ি,
বিশৃঙ্খলার পরিবেশটা–
নিজের হাতেই গড়ি।
স্বজন প্রীতির সুযোগ নিয়ে
আগে আগে থাকি,
বর্ণচোরার মুখোশটা–
রুমাল দিয়ে ঢাকি।
উপর উপর মনে হবে
অনেক কাজের কাজী,
ফুটবে বোল, কাটবে ঢোল–
সাধুই কেবল সাজি।
আগবাড়িয়ে ব্যস্ত যেন
নিয়ম রক্ষা বোঝে,
নিয়ম মেনে নিয়ম ভাঙার –
সুযোগটাকে খোঁজে।
ঘাপটি মেরে ধরি আমি
নিয়ম ভাঙার ভান,
সবার আগে গাইতে থাকি–
দেশ প্রেমের গান।