উখিয়ায় দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলি, রোহিঙ্গা যুবক নিহত

উখিয়া প্রতিনিধি | বুধবার , ১৪ জুন, ২০২৩ at ৯:৫৪ পূর্বাহ্ণ

উখিয়ায় বিবদমান দুই সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলিতে এক রোহিঙ্গা নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে উখিয়ার বালুখালী ১০ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা উখিয়ার ক্যাম্প১০ এর ব্লক এইচ/৩২এর ফজু মিয়ার ছেলে বশির উল্লাহ (৩৫)

জানা যায়, মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে উখিয়ার বালুখালী ক্যাম্প১০ এর এইচ/৩২ ব্লকে দুই বিবদমান সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসীদের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে গোলাগুলির ঘটনা ঘটে। এতে বশির উল্লাহ মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ক্যাম্প৯ এর আইওএম এর ফিল্ড হাসপাতালে নেয়া হয়। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। সেখানে নেয়ার পথে তার মৃত্যু হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, গতকাল ভোরে রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন রোহিঙ্গা নিহত হয়। ক্যাম্পের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধগড় আয়ু বেড়ে এখন ৭২.৪ বছর
পরবর্তী নিবন্ধআমরা প্লাস্টিক খাচ্ছি, পান করছি