রাঙ্গুনিয়ায় শিশু ধর্ষণ চেষ্টা মামলায় কিশোর কারাগারে

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৩ জুন, ২০২৩ at ১২:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ৬ বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা মামলায় এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মো. আরাফাত (১৬)।

তার বাড়ি উপজেলার বেতাগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব বেতাগী গ্রামে। সে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। ভিকটিমের বাড়িও একই এলাকায়। সোমবার সকালে অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, গত ১ জুন দুপুরের দিকে শিশুটির মা মেয়েটিকে বাড়ির পাশে একটি দোকান থেকে ডিম কিনতে পাঠায়। ডিম আনতে দেরি হওয়ায় পরে শিশুর বড় ভাইকে পাঠায়। সে গিয়ে দেখতে পায় চা দোকানের পাশে তার ছোট বোনের পরনের কাপড় খুলে তাকে ধর্ষণের চেষ্টা করছে আরাফাত। সে সামনে এগিয়ে গেলে অভিযুক্ত কিশোর তার চোখে-মুখে বালু নিক্ষেপ করে পালিয়ে যায়।

গত রবিবার (১১ জুন) রাতে মেয়েটির মা বাদী হয়ে থানায় ধর্ষণ চেষ্টা মামলা করলে রাতেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠিয়ে দেয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার উপ-পরিদর্শক আবু বক্কর প্রাথমিকভাবে ঘটনার সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে বলে জানান।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীর মির্জাপুরে হামলার ঘটনায় তিন আসামী আটক
পরবর্তী নিবন্ধআবার হাসপাতালে খালেদা