হাটহাজারীর মির্জাপুরে হামলার ঘটনায় তিন আসামী আটক

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ১২ জুন, ২০২৩ at ১১:০৬ অপরাহ্ণ

হাটহাজারীর মির্জাপুরে পুলিশ অভিযান পরিচালনা করে প্রতিপক্ষের ওপর হামলার ঘটনার সাথে জড়িত তিন আসামীকে আজ সোমবার (১২ জুন) আটক করেছে।

গতকাল রবিবার সন্ধ্যায় ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কালাবাদশা পাড়ায় আলহাজ্ব শফিউল মাস্টার ছেলে এনায়েতুল গনি সুমন(৩৩)কে হত্যার উদ্দেশ্যে প্রতিপক্ষ হামলা চালিয়ে মারাত্মকভাবে আহত করে।

আহত সুমন আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ৭৯নং ওয়ার্ডের ৫৩নং সীটে চিকিৎসাধীন রয়েছে।

এই ঘটনায় তার বড় ভাই আতাউল গনি রিটন বাদী হয়ে আজ সোমবার থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী থানার উপ-পরিদর্শক মো. ফরিদ আহম্মদ জানান, মামলার পর ওসির নির্দেশে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে আজ সোমবার ইউনিয়নের বিভিন্ন স্হানে অভিযান পরিচালনা করে মামলার এজাহারনামীয় আসামী আব্দুল সালাম মাষ্টার (৪৫), পিতা-মৃত ডাঃ সামশুল আলম, মো. ইকবাল (৩৪), পিতা-মৃত লতু মিস্ত্রী, শিবলী আকতার (৩২), স্বামী-মোমেন এলাহী প্রঃ কালু, সর্বসাং-মির্জাপুর (কালা বাদশা পাড়া), ৫নং ওয়ার্ড, ৩নং মির্জাপুর ইউপি, থানা-হাটহাজারীকে প্রেফতার করেন।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন সবুজ হামলার ঘটনায় জড়িত তিনজনকে আটকের কথা গণমাধ্যমকে নিশ্চিত করে গ্রেফতারদের আদালত প্রেরণ করা হয়েছে বলে জানান।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে আওয়ামী লীগের মাহবুবুর মেয়র নির্বাচিত
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় শিশু ধর্ষণ চেষ্টা মামলায় কিশোর কারাগারে