বেসরকারি এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রার চট্টগ্রাম অফিসের কার্যক্রম শুরু হয়েছে। গতকাল খ্যাতিমান ব্যান্ডশিল্পী নকীব খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অফিসের কার্যক্রম উদ্বোধন করেন। নগরীর আগ্রাবাদের মক্কা মদিনা টাওয়ারের নিচতলায় এয়ার অ্যাস্ট্রার অফিস চালু করা হয়েছে।
চট্টগ্রাম অফিস উদ্বোধনকালে এয়ার অ্যাস্ট্রার সিইও ইমরান আসিফ, এয়ার অ্যাস্ট্রার হেড অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড এয়ারলাইন সিকিউরিটি গ্রুপ ক্যাপ্টেন (অব.) এবিএম সরোয়ার ই জামান, ডেপুটি ম্যানেজার সাকিব হাসান শুভ, ইসমাইল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। এটিআর ৭২–৬০০ তিনটি এয়ারক্রাফট দিয়ে ঢাকা থেকে চট্টগ্রামে ৪টি, কক্সবাজারে ৪টি, সৈয়দপুর ২টি ও সিলেটে ২টি ফ্লাইট পরিচালনা করছে। অনলাইনের পাশাপাশি আগ্রাবাদে এয়ার অ্যাস্ট্রার অফিস থেকে সরাসরি টিকিট কিনতে পারবেন। এ ছাড়া টিকিট ক্যানসেল, রিফান্ড, ফ্লাইটের সময় পরিবর্তনসহ বিভিন্ন সুবিধাও চট্টগ্রাম অফিস থেকে পাওয়া যাবে বলেও এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।