তুরস্কে রকেট কারখানায় বিস্ফোরণ, নিহত ৫

| সোমবার , ১২ জুন, ২০২৩ at ৫:৩০ পূর্বাহ্ণ

তুরস্কের রাজধানী আঙ্কারায় একটি রকেট ও বিস্ফোরক তৈরির কারখানায় বিস্ফোরণে অন্তত পাঁচ শ্রমিক নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। বিবিসি জানায়, আঙ্কারার ৪০ মাইল পূর্বে রাষ্ট্রমালিকানাধীন এমকেই রকেট ও বিস্ফোরক তৈরির কারখানায় শনিবার সকালে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে আরও কয়েকজন আহত হয়েছে এবং আশেপাশের কয়েকটি বাড়ি ও দোকানপাটের জানালা উড়ে গেছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় টিভি। খবর বিডিনিউজের।

কর্মকর্তারা বলছেন, কারখানার ডিনামাইট বিভাগে বিস্ফোরণ ঘটে। আঞ্চলিক গভর্নর ভাহাপ শাহিন বলেন, ধ্বংসস্তুপে আর কোনও কর্মী চাপা পড়ে নেই। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, আহত কর্মীদেরকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। সাংবাদিকদেরকে শাহিন জানান, কারিগরি কর্মীরা বলেছেন, রাসায়নিক পরীক্ষা থেকেই বিস্ফোরণ ঘটেছে। স্থানীয় সময় সকাল ৮ টা ৪৫ মিনিটে ঘটে বিস্ফোরণ।

পূর্ববর্তী নিবন্ধস্কটল্যান্ডের সাবেক ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জেন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধ‘ফেরা’ নিয়ে যা বললেন দীঘি