সিএসইতে লেনদেন ২১.৫৫ কোটি টাকা

আজাদী ডেস্ক

| সোমবার , ১২ জুন, ২০২৩ at ৫:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রবিবার লেনদেন হয়েছে ২১.৫৫ কোটি টাকা। ২৮,৬৭৮ টি লেনদেনের মাধ্যমে মোট ৩৯.৭৬ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২০.০৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮,৭৪২.৬৯ পয়েন্টে। সিএসই৫০ মূল্যসূচক ০.০৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৩১৪.১৫ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১.৮০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,১৭৫.৮৩ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ২০.৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৭৪২.৭৪ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫৮,২৮১.৯৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ৪১৬,৪২৭.৭০ কোটি টাকায়। সিএসইতে ৬২৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২০২ টির, এর মধ্যে দাম বেড়েছে ৫২ টির, কমেছে ৭৪ টির আর অপরিবর্তিত রয়েছে ৭৬ টির।

পূর্ববর্তী নিবন্ধসিদ্ধান্ত হবে ম্যাচের আগের দিন
পরবর্তী নিবন্ধ২৮৬টি পণ্য আমদানিতে বিধিনিষেধ তুলে নিল শ্রীলঙ্কা