রাউজান ওয়াই কে বি ফ্রেন্ডশীপ ক্লাবের কিশোরদের অনুশীলন জার্সি উন্মোচন করা হয়েছে গতকাল রাউজান কলেজ মাঠে। নুমায়ের আমির এবং আব্দুল হাসিবের সৌজন্যে কিশোরদের হাতে জার্সি তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন বর্তমান খেলোয়াড় মো রাসেল, হোসেন মেহেদি, মো জাহেদ, মুহিবুল্লা, মাহির আউসাফ, রাসেল এবং ক্লাবের প্রতিষ্ঠাতা মো. ইয়াকুব আলী। এর পর একই মাঠে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। আর সে প্রীতি ম্যাচে হাটহাজারী স্পোর্টসকে ২–০ গোলে পরাজিত করে রাউজান ওয়াই কে বি ফ্রেন্ডশীপ ক্লাব।












